পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(t 8 উপদেশ। । প্রশ্নের নিষ্পত্তি করিতে পার ? ব্রাহ্মসমাজের বর্তমান অবস্থায় তুমি চলিবে, পূর্ব ঘটনাবলীর দ্বারা কি ইহা বুঝিতে পার? যদি নিজের । জীবনে অন্ধকার দেখ, তবে আর কেহই তোমাকে আলোক দিতে পরিবে না। তোমার কঠিন প্রশ্নের উত্তর তোমার নিজের জীবনপুস্তকে লিখিত আছে। প্রতিদিন আপনার জীবনের ইতিহাস পাঠ কর, দিব্য জ্ঞান পাইবে, আলোক পাইবে, সুমধুর সাত্বন পাইবে । সকল লোক তোমার বিপক্ষ হইলেও তোমাকে বিপথে লইয়া যাইতে পারিবে না, তোমাকে দুঃখ দিতে পারিবে না। তোমার নিজের জীবন ইতিহাসে তোমার সম্পর্কে ঈশ্বরের বিধান সকল পরিষ্কাররূপে তিনি স্বহস্তে লিখিয়া দিয়াছেন। সেই জ্ঞানপূর্ণ মঙ্গলময় ঈশ্বর তোমার আপনার জীবনপুস্তক দ্বারা তোমাকে যে সকল গভীর শিক্ষা দিয়াছেন, সে সকল বারংবার অধ্যয়ন কর । কিরূপে মনের সন্দেহ ভঞ্জন করিবে, কিরূপে গৃঢ় পাপ দুঃখ হইতে মুক্ত হইবে, এ সকল পথ সেই পুস্তকে অঙ্কিত আছে। কেমন করিয়া যাতনা দ্বারা অন্তঃকরণ নিৰ্ম্মল এবং গভীর হয়, এ সকল সঙ্কেত তোমার জীবনের ইতিহাসে ঈশ্বরের নিজের হস্তাক্ষরে লিখিত হইয়াছে। যে ব্যক্তি আপনার অন্তঃকরণে ঈশ্বরের হস্তাক্ষর পাঠ করে, আপনার জীবনে তাহার প্রত্যক্ষ করুণ অনুভব করে, ঘোর বিপদের মধ্যে, ভয়ঙ্কর দুর্ঘটনার মধ্যে, ঈশ্বরের সুমধুর সাত্বন এবং আশ্বাস বাক্য শ্রবণ করে, তাহাকে কেহ বিনাশ করিবে এমন সম্ভাবনা নাই। কি আক্ষেপের বিষয়, আমার সঙ্গে আমার ইষ্টদেবতার ক্রীড়া আর সকলে দেখিল, কিন্তু আমি নিজে দেখিলাম না। আমার সম্পর্কে ঈশ্বরের কি অভিপ্রায়, আমি যদি জানিতে পারি, আমার জীবনের ইতিহাস যদি আমি