পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপদেশ । ASAMMMMMS SLLS SLLLLLSAAAAAAASAAAA ভারতবর্ষীয় ব্রহ্মমন্দির। میان ح-سسس-سسته ঈশ্বরের বাণীই ধৰ্ম্ম । ১৯শে চৈত্র রবিবার, ১৭৯৯ শক ; ৩১শে মার্চ, ১৮৭৮ খৃষ্টাব্দ । ধৰ্ম্ম কি, এই প্রশ্ন জিজ্ঞাসা করিয়া কেহ উত্তরের জন্য প্রতীক্ষা করে না। ধৰ্ম্ম লইয়া সৰ্ব্বদা কোলাহল হইয়া আসিতেছে। ধৰ্ম্ম, সামগ্রী কি, এই প্রশ্নের উত্তর দিবার জন্ত দুই দিক্ হইতে দুইজন আসিলেন। একজন গম্ভীরাকৃতি, তাহার হস্তে প্রকাণ্ড শাস্ত্র, তাহার মুখ হইতে নিয়ত বেদ বেদান্তের শ্লোক উচ্চারিত হইতেছে । তিনি হোম যাগ যজ্ঞ তপস্যা ব্ৰত নিয়মাদি সংস্থাপন করিতেছেন। তিনি ব্রাহ্মণগণকে সকল বর্ণের উপরে উচ্চ স্থান দিয়া সম্মানিত করিলেন। অপর দিক হইতে আর একজন এই প্রশ্নের উত্তর দিতে আসিলেন, তাহার হস্তে কোন শাস্ত্র নাই। তিনি বাহিরের কোন আয়োজন লইয়া আসিলেন না। তিনি সংস্কৃত শ্লোক বা মন্ত্রাদি উচ্চারণ করিলেন না, যাগ যজ্ঞ ব্রত নিয়মও - সংস্থাপন করিতে পারিলেন না। ইহাদিগের একজন বৃদ্ধ, সংসারের