পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 উপদেশ । করিয়া নিৰ্ব্বিল্প হওয়া এবং নিমগ্ন হইয়া সার ধৰ্ম্মরত্ন প্রাপ্ত হওয়াও তাহা । এই সন্তানত্বে সমুদয় ধৰ্ম্ম । যাহার হস্তে সমুদয় সমর্পণ করিয়াছি, প্রেমপূর্ণ নয়নে তাহার মুখের দিকে তাকাইলে তাহাতে স্নেহের ভঙ্গী বুঝিতে পারা যায়। র্তাহার হস্তে দারিদ্র্য বা ধন নাই, সহায়তা বা অসহায়তা নাই। সমুদয় কেবল এক গভীর পিতৃত্বে আচ্ছন্ন। এই গভীর পিতৃত্ব বহু পরিশ্রম করিয়া বা যাগ যজ্ঞ ব্রত নিয়ম পালন না করিয়াও লাভ করা যাইতে পারে। এই পিতৃত্বের নিকটে মনের কথা বলিয়া অনুরূপ কথা শুনিতে পাওয়া যায়। পিতা বলিয়া ডাকিলে স্বর্গের মহাফল লাভ হইল। পিতা বলিয়া ডাকিলে পৃথিবীর সমুদয় উচ্চতর ফল একত্র গ্রহণ করা হইল। পিতা বলিয়া ডাকিলে মনুষ্যজগতে মনুষ্যের দেবত্ব লাভ হইল এবং সেই ধ্বনি দেবলোকে প্রতিধ্বনিত হইল। এই পিতৃত্বের আস্বাদ ভক্তেরা লাভ করিয়া থাকেন, এবং ইহাই ধৰ্ম্মের সার সামগ্রী। সংসারে ধে পিতৃহীন, সে এই পিতৃত্বের আশ্রয় গ্রহণ করে ও আদর করে। পিতৃত্বই তাহার প্রহরী হইয়া, বন্ধু হইয়া, নেতা হইয়া সমুদয় ভয়াপবাদ হইতে রক্ষা করে। পিতৃত্বই ঈশ্বর, পিতৃত্বই ধৰ্ম্ম, ইহাই জীবনের সার। মনুষ্য এই ধৰ্ম্ম পাইয়া সৰ্ব্বথা সুখী হয়। তবে যদি বল, শাস্ত্র কই ? বিধান কই ? শাস্ত্র মনুষ্যের মুখে। তোমাদের ধৰ্ম্মশাস্ত্র তোমাদের জীবনে। যখনই মঙ্গলময় ঈশ্বর তোমাদিগকে ঘোর বিপদ হইতে উদ্ধার করিলেন, তখনই তোমরা তাহার মঙ্গলভাবের সাক্ষী হইলে । এত বৎসর সম্পদে বিপদে র্তাহার পার্শ্বে বাস করিয়া উন্নতি ও বৃদ্ধিলাভ করিলে ; এখন জিজ্ঞাসা কর, শাস্ত্র কি ? তোমরা নিজেই পরস্পরের নিকট শাস্ত্র । তোমাদের জীবন মঙ্গলময়ের বিধান তোমাদের নিকট প্রকাশ করিতেছে। মৃত পুস্তক কি এই