পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাকিতু । (নবম ভাদোৎসব । ) প্রাতঃকাল ১০ই ভাদ্র, ১৮০০ শক ; ২৫শে আগষ্ট, ১৮৭৮ খৃষ্টাব্দ । ঈশ্বরের দাস একাকী। ব্ৰহ্মভূত্য একাকী এবং বহুলোকসমভিব্যাহারী। জনাকীর্ণতামধ্যে ব্ৰহ্মভূত্যের প্রাণ নিরবচ্ছিন্ন একাকী। অভেদ্য । একাকিত্বের মধ্যে ব্ৰহ্মভূত্যের প্রাণ বহুলোকসমভিব্যাহারী। সত্যধৰ্ম্ম মানুষকে একাকী করে । বৃথা কোলাহলে এত বৎসর কাটিয়া গেল। বৃথা জল্পনাতে কি এত বৎসর কাটিল না, মন, বল দেখি ? ধৰ্ম্মক্ষেত্রে আসিয়াও আপন জীবনদোষে পাপহ্রদ খনন করিলাম। এখন একাকী হইতে চাই। একাকী কি করিতে চাই ? একাকী পুণ্যাগ্নি সেবন করিয়া শুদ্ধ হইতে চাই। প্রেমসিন্ধুর গভীর জলে মগ্ন হইয়া একাকী পৃথিবীর হিংসা পাপ অনল হইতে রক্ষা পাইতে চাই। ঘরে বসিয়া যে ঈশ্বরকে চায়, তাহাকে সে লাভ করে। ঘরে বসিয়া যে র্তাহার সাধন ভজন করে, স্বর্গের অতুল ধনরাশি আসিয়া তাহার নিকট উপস্থিত হয়। ব্রাহ্ম ভাই শ্রদ্ধেয়া ব্রান্ধিক ভগিনী, তুমি একাকী কেন প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের গুণে মগ্ন হইলে না ? যখন সকলে নিদ্রা যায়, তখন তুমি কেন ঈশ্বরের সৌন্দর্য্যে বিশ্রাম কর না ? একাকী ঈশ্বরকে দর্শন করিবে ; মঙ্গলময়কে একাকী অন্বেষণ করিবে । একাকী ছাদের উপরে বাঘের ছাল পাতিয়া বীণাযন্ত্র ধরিয়া তাহার গুণ গাইতে গাইতে সেই ভাবে র্তাহাকে দেখিবে, স্বর্গের পুণ্যাত্মারা যেমন তাহাকে দেখেন । ধৰ্ম্ম যদি