পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ペ উপদেশ । আবরণ খুলিয়া প্রস্তরকে ডাকিয়া বলেন, এস আমাকে আঘাত কর। যে ব্রাহ্মসমাজ আমাদের প্রাণ, যেখানে বিনামূল্যে সৰ্ব্বস্ব পাইয়াছি, সেই ব্রাহ্মসমাজের বিপদ উপস্থিত হইলে আমরা কোন মুখে পৃষ্ঠভঙ্গ দিয়া ব্রাহ্মসমাজ-মাতাকে পরিত্যাগ করিয়া পলায়ন করিব ? আমাদের কি মনে নাই যে, আমরা বিশ বৎসর আগে কি ছিলাম, জঘন্য চণ্ডাল ছিলাম, এখন কোথায় আসিয়া কাহার পবিত্র নাম গাইতে শিখিয়াছি ? র্যাহাদের সঙ্গে কোন পরিচয় ছিল না, কোন প্রকার রক্তের সম্পর্ক ছিল না, তাহার আমাদিগকে ভাই ভগিনী পিতা মাতার ন্যায় রক্ষা করিতেছেন। ব্রাহ্মসমাজে আসিয়া ইহাদিগকে পাইয়াছি, ব্রাহ্মসমাজ জননীর ন্তায় এতকাল আমাদিগকে প্রতিপালন করিলেন, এমন জননীর বিপদ হইলে ব্রাহ্ম, তুমি উদাসীন হইবে ? এই কৃতঘ্নতার ক্ষমা নাই, অতএব এই কৃতঘ্নত পাপ হইতে মুক্ত হইয়া ব্রাহ্মসমাজের সেবা কর। ব্রাহ্মসমাজের সকলকে প্রেম দান কর। র্যাহারা ঈর্ষাপরবশ নিন্দুক, যাহাঁদের শত অপরাধ আছে, তাহাদিগকেও মনের গভীর প্রেম শ্রদ্ধা দাও। তাহা হইলে ব্রাহ্ম গণ, তোমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বরের অতুল ঐশ্বৰ্য্য আসিবে। তাহ হইলে স্বৰ্গরাজ্যের এমন সকল ব্যাপার দেখিবে, যাহা কখনও চক্ষে দেখ নাই, কণেও শ্রবণ কর নাই। নির্লিপ্ত এবং অসঙ্গ হইয়া অকাতরে ব্রাহ্মসমাজের জন্ত পরিশ্রম কর ; কিন্তু সাবধান, কোন মনুষ্যের নিকট পুরস্কার চাহিবে না। ব্রাহ্মসমাজের নিকটে আমরা যে প্রকার ঋণী, তাহাতে জীবনের শেষ রক্তবিন্দু দিয়া পরিশ্রম করিলেও সেই ঋণ পরিশোধ হইবে না। কোন মনুষ্যের নিকট বেতন অথবা পুরস্কার প্রত্যাশা করি বার আমাদের কোন অধিকার নাই। যখন ভ্রাতাদিগের অত্যাচারে প্রাণ ফাটিয়া যাইবে, যখন তাহাদের কুকথায় প্রাণ সুচিবিদ্ধ হইবে, তখনও