পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌরোহিত্য। - >@。 | ব্ৰাহ্মসমাজ ইহঁাকে প্রকৃত পূজার পথ দেখাইবেন। সাকার পূজা নয়, নরপূজা নয়, নিরাকার পূর্ণ পরব্রহ্মের পূজা করেন কে ? তুমি আমি সেই | ব্যক্তি নহি । এমন লোক হয়ত এখানে নাই, তিনি হয় ত এখনও ভূবনে জন্মগ্রহণ করেন নাই। ঈশ্বরকে প্রত্যক্ষ দেখিয়া যাহার হৃদয়ে | আরাধনার লহরী উঠে, তিনি ধন্য। ব্রাহ্ম, তুমি পুরোহিত, তোমাকে আমার গৃহে গিয়া পূজা করিতে হইবে। আমার গৃহে কেন ? কেবল আমার গৃহে কেন, সকল লোকের গৃহে গিয়া তোমাকে এই স্বৰ্গীয় ব্রহ্ম| পূজা শিক্ষা দিতে হইবে ? পুরোহিত, তুমি নিজে কেমন পূজা শিখিলে ? | তোমার জাতির ব্রত পূজা প্রচার করা, তোমার জীবনের কার্য্য পূজা | শিক্ষা করা এবং পূজা শিক্ষা দেওয়া। কিন্তু হে শিক্ষক, হে কপট ব্রাহ্ম | মন, তোমাকে ধিক্ ! যে ধৰ্ম্মের প্রাণ ব্ৰহ্মপূজা, তুমি এখনও সেই পূজা করিতে শিখিলে না। পূজার অভাবে জগতের লোক সকল মৃতপ্রায়। | পূজার সময় জগতে এখন নানাপ্রকার বাদ্যধ্বনি সঙ্গীত নৃত্যাদি হয়, এবং | নানাপ্রকার পাপস্রোত বৃদ্ধি হয়। জগতের এই অধোগতি দেখিয়া ঈশ্বর স্বৰ্গ হইতে ব্রাহ্মধৰ্ম্মকে প্রেরণ করিলেন। ব্রাহ্মসমাজ জগৎকে সত্যপূজা | শিখাইবেন। সুতরাং ব্রান্ধেরা যদি অলস এবং অভক্তভাবে আধঘণ্টাকাল | ব্রহ্মোপাসনা করিয়াই পূজা হইল এই মনে করিয়া চলিয়া যান, তাহা হইলে তাহাদের ধৰ্ম্মনাশ হইবে। যে ভক্তিভাবে ব্ৰহ্মপূজা করে না, সে ব্রাহ্ম হইল কেন ? ভক্তিপুষ্পে ব্ৰহ্মপূজা করিতে না শিখিলে কিরূপে পুরোহিত হইবে ? যতদিন না ক্রমাগত চক্ষের জলে ভাসিয়া ব্ৰহ্মপূজা করিতে শিক্ষা করিবে, ততদিন তুমি পুরের অহিতকারী। পুরের হিতসাধন না করিলে তুমি জীবিকা ও কল্যাণ হইতে বঞ্চিত হইবে। পূজাতে দক্ষ হইতে হইবে । পুরোহিতের এই প্রথম কাৰ্য্য। দ্বিতীয় কাৰ্য্য, বিবিধ