পাতা:উপদেশ (প্রতাপচন্দ্র মজুমদার).djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌরোহিত্য। s१ অশান্তি দূর করিয়া প্রেম এবং শান্তি বিস্তার করা তোমাদিগের ধৰ্ম্ম । কেন না সংসারের এ সকল দুঃখ দূর করে আর কেহ নাই। পৃথিবীতে অনেক চিকিৎসক এবং অনেক পণ্ডিত আছেন, কিন্তু শান্তি সংস্থাপন করেন এমন লোক অতি বিরল। অতএব বৎসগণ, তোমরা গিয়া পৃথিবীতে কুশল শান্তি বিস্তার কর। “শান্তিসংস্থাপকেরা ধন্ত, কারণ স্বর্গরাজ্য র্তাহাদেরই।” ভাই ব্রাহ্ম, জিজ্ঞাসা করি, জননী ব্রাহ্মধৰ্ম্মের এই আদেশ তোমরা কতদূর পালন করিয়াছ ? এই শান্তিজল কতদূর সিঞ্চন করিয়াছ ? কপট ব্রাহ্ম, তোমাকে ধিক্ ! কোথায় গিয়া তুমি পরের দুঃখ নিবাইবে না তুমি আপনার পরিবার মধ্যেই অসি চালনা করিলে। শাণিত অস্ত্র সকল আত্মীয়দিগের বক্ষে বিদ্ধ করিলে। তোমার পাপের কি ক্ষমা আছে ? শান্তিসংস্থাপকের কার্য্য হইল আত্মীয়দিগের বুকে খড়গাঘাত করা ? ভ্রাতৃঘাতকতার রক্তে তোমার হস্ত কলঙ্কিত। এই পাপ কাটে এমন প্রায়শ্চিত্ত কি আছে ? এই মহামেলায় অনুতপ্ত হও । পিতার । নিকট বারম্বার ক্ষমা চাও। আর কখনও তাহার পরিবার মধ্যে অশান্তি আনিবে না, পিতার নিকটে চিরজীবনের জন্য এই প্রতিজ্ঞা কর। জগতে ছুটি বিষয়ের অভাব ছিল। এক পবিত্র পূজা-প্রণালী, দ্বিতীয় শান্তি। এই দুটি প্রকাশ করিবার জন্য ব্রাহ্মধৰ্ম্মের আবির্ভাব। ব্রাহ্মসমাজ জগৎকে এই দুটি দান করিবেন। আমি পুরোহিত প্রচারক বুঝি না । যিনি আমার গৃহে পূজা করেন, কুশল বিস্তার করেন, তিনি প্রচারক হউন আর নাই হউন, তিনি আমার পুরোহিত । কপট ব্রাহ্ম, তুমি পুরোহিতের মান এবং বৃত্তি চাহিলে ; কিন্তু যথার্থ ব্ৰহ্মপূজা এবং কুশলবিস্তার করিলে না । সেই জন্ত তোমার নিজের গৃহের ভিতরের প্রেমফুল শুষ্ক হইল। সাবধান হও, ব্রাহ্ম ভাই, ব্রাক্ষিক ভগিনী, যতদুর সাধ্য ব্ৰহ্মপূজায় এবং Ao)