পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

:e; কেনোপনিষৎ’ సఫి ইন্দ্রিয় মনোবুদ্ধ্যাদির স্ব স্ব বিষয়ে প্রবৃত্তির নিমিত্রীভূত, সেই স্বপ্রকাশ চিন্মাত্রস্বরূপ ব্রহ্ম নিশ্চয়ই তদান নাম । বনসংভক্তে বন্ধাতু মানে কায়মনোবাক্যে ভক্তিকর, সেবাকরা, প্রার্থনা করা, ভালবাসা । তদ্বনং— তস্ত বনং, তদ্বনং। তস্য প্রাণিজাতস্য, বলং বননীয়ং সম্ভজনীয়ং, অত্যন্তু প্রিয়তমত্বেন অভিলষিতং । প্রাণিগণের কায়মনোবাক্যের দ্বারা ভজনীয়, প্রিয়তমরূপে ইঙ্গিত, পুত্র হইতে, বিত্ত হইতে, স্বীয় দেহ হইতে ব্ৰহ্ম প্রিয়তম ; সেই হেতু ব্রহ্মের নাম হইতেছে তদ্বনং অর্থাৎ সাধকের পরম প্রেমাম্পদরূপে ব্রহ্মকে অভেদে উপাসনা করিতে হইবে । উপাসনার সময় চৈতন্তস্বরূপ ব্রহ্ম-বিষয়িণী চিত্তবৃত্তি প্রবাহ নিরন্তর চলিতে থাকিবে । ব্রহ্মাতিরিক্ত বিজাতীয় প্রত্যয়শূন্ত হইয়া অন্তরে বাহিরে, অধ্য উদ্ধে, সৰ্ব্বত্র এক, অদ্বিতীয়, আকাশবং পরিপূর্ণ স্বভাব, স্বপ্রকাশ, চৈতন্যমাত্রস্বরূপ কেবল ব্ৰহ্মই প্রকাশমান রহিয়াছেন এইরূপে নিরন্তর মনগ, করিতে করিতে অবশেষে মস্তা ও মনন বিস্তুত হইয়া কেবল চৈতন্তস্বরূপে তুষ্ণীংভাবে অবস্থান করবে। উক্ত লক্ষণসম্পন্ন যে কোন উপাসক পরম প্রেমাম্পদ ব্রহ্মকে স্বীয় আত্মরূপে সাক্ষাৎ মুণ্ডরাক্ষ ভাবে উপলব্ধি করেন । আব্রহ্মস্তম্ভপর্যন্ত সমস্ত প্রাণীই তাহাদের আত্মস্বরূপ এই ব্রহ্মবিদকে প্রার্থনা করেন ॥৬ উপনিষদং ভো ক্রহীতি, উক্ত ত উপনিষৎ । ব্রাহ্মীংবাব ত উপনিষদমক্রমেতি ॥৭ ভো (হে গুরো) উপনিষদং (ব্রহ্মবিদ্যা) ক্ৰছি (উপদেশ করুন) ইতি (এই রূপে শিষ্মকর্তৃক প্রার্থিত হইয়া গুরু বলিলেন ) উক্ত ( শ্রোত্রের শ্রোত্র, এইরূপে, উপদিষ্ট ) উপনিষদং ( ব্রহ্মবিদ্যা ) তে ( তোমাকে ) ব্রাহ্মীং (পরব্রন্ধ বিষয়িণী) উপনিষদং ( ব্রহ্মবিস্তা ) তে (তোমাকে) আক্রম বাব ইতি ( নিশ্চয়ই উপদেশ করিয়াছি ) ॥৭৷ o o .... :ു ു് :