পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i > o R কেনোপনিষৎ লোকে (নিরতিশয় মুখস্বরূপ পরব্রহ্মে) প্রতিতিষ্ঠতি ( প্রতিষ্ঠালাভ করেন অর্থাৎ ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হন, সংসারে পুনরায় প্রত্যাবর্তন করিয়া জন্মমৃত্যুর অধীন হন না ) ॥৯ যে মুমুক্ষু সাধক নিশ্চয়রূপে কেনোপনিষদে উপদিষ্ট ব্রহ্মবিদ্যাকে এইরূপে জানেন অর্থাৎ প্রথমে বিবেকবৈরাগ্য শমদমাদির অনুশীলন, নিষ্কামভাবে গুরুসেবী, ঈশ্বরোপাসনা এবং শাস্ত্র বিহিত পুণ্যকর্মের অমুষ্ঠানাদির দ্বারা স্বয়ং বিবেকবৈরাগ্যশমদমাদি গুণ সম্পন্ন হন, তৎপরে ব্রহ্মবিদ্যবিষয়ক উপদেশ গুরুর নিকট হইতে শ্রবণ করিয়া মনন করিলে তাহার বিশুদ্ধচিত্তে ব্রহ্মবিদ্যা অপ্রতিবদ্ধভাবে অভিব্যক্ত হয়। তখন সেই ব্রহ্মবিদ অবিদ্যা-কাম-কর্ম-বাসনারূপ সংসারবীজ সম্পূর্ণরূপে নষ্ট করিয়া সম্যকরূপে ধৌত করিয়া, বিদূরিত করিয়া দেশকলবস্তুপরিচ্ছেদশৃঙ্গ অসীম, সৰ্ব্বোত্তম, সৰ্ব্বাপেক্ষ মহ২, নিরতিশয় থস্বরূপ পরব্রহ্মে প্রতিষ্ঠা লাভ করেন অর্থাৎ ব্রহ্মস্বরূপ প্রাপ্ত হন, পুনরায় সংসারে এড়াবৰ্ত্তন করিয়া জন্মমৃত্যুর অধীন হন না । দ্বিরুক্তি ব্রহ্মবিদ্যার ফল সম্বন্ধে সংশয়রাহিত্য অথবা গ্রন্থপরিসমাপ্তির পরিচায়ক ॥৯ চতুর্থ খণ্ড সমাপ্ত হইল । সমাণ্ডেয়ং কেনোপনিষৎ । কেনোপনিষৎ সমাপ্ত হইল । ওঁ আপ্যায়ন্ত মমাঙ্গানি বাক্প্রাণশ্চক্ষুঃশ্রোত্র অথোবলী ইন্দ্রিয়ানি চ সৰ্বাণি, সৰ্ব্বং ব্রহ্মেীপনিষদ, মাহহং ব্রহ্ম ২ নিরাকুৰ্য্যাং, মা মা ব্রহ্ম নিরাকরোৎ অনিরাকরণঃ অস্তু, অনিরাকরণং মে অস্তু, তদাত্মনি নিরতে য উপনিষংস্থ ধমাস্তে ময়ি সন্ত, তে ময়ি সন্তু ॥ ওঁ শান্তিঃ শাস্তিঃ শাস্তিঃ ॥ o