পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা ওঁ সহ নাববস্তু সহনে ভুনত্ত সহবীৰ্য্যং করবাবহৈ৷ তেজবিনাবধীতমস্ত মা বিদ্বিমাবহৈ ॥ ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ ॥ স ( পরমেশ্বর ), চ (নিশ্চয়ই ), নেী (আমাদের দুইজনকে অর্থাৎ আচার্য এবং শিক্ষগণকে ), অবন্তু (ব্রহ্মবিদ্যা প্রকাশ দ্বারা পালন করুন ), স চ (পরমেশ্বর নিশ্চয়ই ) নীে (আমাদের দুইজনকে ) ভূনত্ত (ব্রহ্ম বিদ্যার ফল স্বরূপ পরমানন্দ প্রকাশ স্বারা পরিতৃপ্ত করুন ), সন্থ বীৰ্য্যং করঞ্চলকৈ ( আমরা দুইজনে একসঙ্গেই যেন আত্মবলে বলীয়ান হই ), তেজস্থি নেী অধীত অস্তু ( আমাদের অধীত বিদ্যা যেন নিম্প্রভ না হয় ), भा निक्षिादरेझ ( মমির পরস্পরনে বিদ্বেষ ভাবাপন্ন না झझे ) ४ भां:ि শান্তি: শাস্তি: ব্ৰহ্মবিদ্যালাভের আধ্যাত্মিক, আধিভৌতিক এবং আধিদৈবিক প্রতিবন্ধসমূহ উপশান্ত হউক। ) আমি শ্রদ্ধা ও দৃঢ় বিশ্বাসের সঠিত পরমেশ্বরের নিকট প্রার্থনা করি তিনি যেন আমার ও আমার আচার্য্যের চিত্তে ব্রহ্মবিদ্যা প্রকাশের দ্বারা আমাদের দুইজনকে সৰ্ব্বতোভাবে রক্ষা করুন। ব্রহ্মবিদ্যার ফল যে পরমাননা” সেই পরমানন্দে সেই অমৃতে আমাদের দুইজনকে পরিতৃপ্ত করুন। আমরা দুইজন যেন আয়ুজ্ঞানরূপবীৰ্য্যে বীর্য্যবান হই । আমাদের অধায়নজনিত বিদ্যা ও জ্ঞান যেন নিম্প্রভ না হয়। আমরা পরম্প যেন পরস্পরের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন না হই। আত্মজ্ঞান লাভের যাবতীয় আধ্যাত্মিক, মাধিলেকি ও আধিদৈবিক প্রতিবন্ধসমূহ উপশান্ত হউক ।