পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠ নামা ঋষি কর্তৃক অনুভূত সত্যই কঠোপনিষৎ নামে প্রসিদ্ধ। কঠ মুনি স্বীয় শিয়াদিগকে এই উপনিষৎ বা ব্রহ্মবিদ্যা উপদেশ করেন। এইরূপে গুরুশিষ্ণ পরম্পর ক্রমে এই ব্ৰহ্ম বিদ্যা উপদিষ্ট হইয়া আসিয়াছে। কঠোপনিষদে যে আখ্যায়িক অবলম্বনে ব্রহ্মবিদ্যা উপদিষ্ট হইয়াছে, তাহার অনুরূপ ঘটনা ঋগ্বেদের দশম মণ্ডলে ১৩৫ স্বল্প এবং তৈঞ্জিরীয় ব্রাহ্মণে ৩,১১৮ মন্ত্রে দ্রষ্টব্য। উপনিষৎ মানে ব্রহ্মবিদ্যা । গ্রন্থে ব্ৰহ্মবিদ্যা কথিত হইয়াছে বলিয়া, গ্রন্থকেও গৌণভাবে উপনিষৎ বলা হয়। সাধনচতুষ্টয় সম্পন্নব্যক্তি ব্রহ্মবিদ্যার অধিকারী। ব্ৰহ্মাত্মৈক জ্ঞান হইতেছে গ্রন্থের বিষয় এবং প্রয়োজন হইতেছে মুক্তি। গ্রন্থের সহিত বিষয়ের প্রতিপাদ্য প্রতিপাদক সম্বন্ধ । কঠোপনিষৎ দুই অধ্যায়ে বিভক্ত। প্রত্যেক অধ্যায়ে তিনটা করি& - পরিচ্ছেদ বা বল্লী আছে। দুইটা অধ্যায়ই অমূল্য রত্বে পরিপূর্ণ। সাধ্য বা আত্মতত্ত্ব, সাধন বা আত্মৈকত্ব সাক্ষাং উপলব্ধ করিবার উপায়, এবং আত্মতত্ত্ব সাক্ষাৎকারের ফল অতিমুন্দরভাবে অধ্যায়দ্বয়ে কথিত হইয়াছে। ভগা ভাস্কারের চরণ কমবে সপ্রশয় প্রণাম পূর্বক উপনিষৎ থানির বঙ্গানুবাদ করিতে প্রবৃত্ত হইয়াছি। সুধীগণ আনন্দলাভ কঞ্চিলে । পরিশ্রম সফল হইবে। যাহারা গ্রন্থের সম্পাদন বিষয়ে আমাকে সাহায্য করিয়াছেন তাহাদিগকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি ।