পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ኧ8: কঠোপনিষৎ করিতে সতত উন্মুখ, সেই সাধকের নিম্ন প্রকৃতি পৰ্য্যন্ত उश*कडू* হইয়া মাত্মাভিমূী হয। শ্রুতি এইজন্ত উপদেশ করিতেছেন— e তিস্রোরাত্রীর্যদবাৎসীগৃহে মে অনশন ব্রহ্মণ, অতিথিন মস্যঃ । নমস্তেহস্তু ব্ৰহ্মণ, স্বস্তি মেহস্ত তস্মাৎ প্রতি ত্রীন বরান বৃণীন্ধ ॥৮ হে ব্রাহ্মণ! যৎ (যেহেতু) নমস্যঃ (পূজার যোগ্য) অতিথি (অভ্যাগত) অনশন (উপবাস করিয়া) মে গৃহে (আমার গৃহে ) তিম্রোরাত্রী (তিন রাত্রি) অবাৎসী । বাস করিয়াছ) তস্মাৎ ( সেই হেতু ) প্রতি ত্রীন ( প্রত্যেক রাত্রির জন্ত ) ক্রীন বরান (তিনটী অভিলষিত পদার্থ) বৃণীৰ ( প্রার্থনা কর ) হে ব্ৰহ্মন ! তে নমঃ অস্তু t তোমাকে নমস্কার ) মে স্বস্তি অস্তু ( আমার মঙ্গল হউক ) ॥৮ o হে, ব্ৰহ্মন যেহেতু আপনি পূজার যোগ্য অতিথি উপবাস করিয়া আমার গৃহে তিন রাত্রি বাস করিয়াছেন সেই হেতু প্রত্যেক রাত্রির জন্য তিনটী বর (অভিলষিত পদার্থ) আমার নিকট প্রার্থনা করুন। আপনাকে নমস্কার, আমারও মঙ্গল হউক ॥৮ অমাত্যগণ কর্তৃক অগুরুদ্ধ হইয়। যমরাজ নচিকেতার সমীপে গমন পূর্বক নচিকেতাকে পূৰ্ব্বোক্ত বাক্য বলিয়াছিলেন। " রহস্যবোধিনী :–রাত্রী: এই পদটা অজ্ঞানের ষ্ঠ্যোতক। প্রকৃষ্ণ ভগবান গীতায় বলিয়াছেন—ঘ নিশা সৰ্ব্বভূতানাং তস্যাম্ জাগৰ্ত্তি সংযমী । যস্যাং জাগ্ৰতি ভূতানি সানিশা পশুতো মুনে ॥’ অজ্ঞানরূপ নিদ্রা হইতে প্রবুদ্ধ আত্মভিমুখী সংযমী ব্রহ্মবিদ যে ব্রহ্মানন্দে অহরহ জাগ্রত থাকেন সেই ব্ৰহ্মানন্দ স্থিতপ্রজ্ঞ ব্যতীত সমুদয় প্রাণিগণের পক্ষে