পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* - কঠোপনিষৎ ר4 ל এতমগ্নিং তবৈব প্রবক্ষ্যন্তি জনাসঃ তৃতীয়ং বরং নচিকেতো বৃনীম্ব ॥১৮ নচিকেতঃ (হে নচিকেত) যম্ (যে অগ্নিবিদ্যা ) দ্বিতীয়েন বরেণ ( দ্বিতীয় বরে ), অবৃণীথাঃ (তুমি প্রার্থনা করিয়াছিলে ) এষ স্বর্গ্য অগ্নিঃ তে ( এই সেই নিরতিশয় আনন্দপ্রাপ্তির সাধন ব্রহ্মবিদ্যারূপিণী অগ্নিবিদ্যা তোমাকে প্রদান করিলাম ) এতং অগ্নিং ( এই অগ্নিকে ) জনস; (মহুযুগণ) তবৈব (তোমারই নামে অভিহিত করিয়া অর্থাৎ নাচিকেত অগ্নি ), প্রবক্ষ্যস্তি ( বলিবে ), নচিকেত: :( হে নচিকেত ) তৃতীয় বরং (তৃতীয় বর ), বৃণীঘ ( প্রার্থনা কর ) ॥১৮ হে নচিকেত, যে অগ্নিবিদ্যা দ্বিতীয় বরে তুমি প্রার্থনা করিয়াছিলে, এই সেই নিরতিশয় আনন্দপ্রাপ্তির সাধন ব্রহ্মবিদ্যারূপিণী অগ্নিবিদ্যা তোমাকে প্রদান করিলাম। এই অগ্নিকে মনুষ্যগণ নাচিকেত অগ্নি নামে অভিহিত করিবে। এক্ষণে তৃতীয় বর প্রার্থনা কর ॥১৮ যমরাজ নচিকেতাকে তৃতীয় বর প্রার্থনা করিতে বলিলে, নচিকেতা বলিলেন— যেয়ং প্রেতে বিচিকিৎসা মনুষে অস্তীত্যেকে নায়মস্তীতি চৈকে । এতদ্ববিদ্যামনুশিষ্টস্তুয়াহম, বরাণামেষ বরস্তুতীয়ঃ ॥১৯ ময়ূন্যে (প্রাণিমাত্রে কিংবা “আমি” এই অভিমান ), প্রেতে (মৃত্যু ) কিংবা ( সম্পূর্ণরূপে অবগত হইলে ) যা ইয়ম্ ( য়ে এই ) চিকিৎসা (সংশয় আছে), একে (কেহ কেহ) অস্তি (পরলোকগামী Y