পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

༄སྟན་ e কঠোপনিষৎ btво অনায়াসে অবগত হওয়া যায় না বলিতেছেন সেই আত্মতত্ত্বের উপদেষ্ট আপনার স্তায় অপর কাহাকেও পাইব না। এই আত্মতৰ সদৃশ অন্ত কোন প্রার্থনীয় বস্তু নাই, কারণ আত্মতত্ত্বের অতিরিক্ত সকল • অনিত্য ; সেই হেতু আমিও ঐ আত্মতত্ত্বরূপ বরই আপনার নিকট প্রার্থনা করিতেছি ॥২১ নচিকেতা যমকে এইরূপ বলিলে যম নচিকেতার বৈরাগ্য পরীক্ষার জন্য নানাবিধ বর দ্বারা তাহাকে প্রলোভিত করিয়া বলিতে লাগিলেন—

  • শতাযুষঃ পুত্র পৌত্রান বৃণীন্ধ

বহূন পশুন হস্তি-হিরণ্যমশ্বান। ভূমেম'হদায়তনং বৃণীন্ধ স্বয়ঞ্চ জীব শরদো যাবদিচ্ছসি ॥২২ শতারুষ: পুত্র পৌত্রান ( শতবর্ষজীবি পুত্র পৌত্রগণকে ) বৃণীৰ (প্রার্থনা কর) বহন পশুন ( গো প্রভৃতি বহু পশুগণকে ) হস্তি হিরণ্যম্ (হস্তি এবং সুবর্ণ) অশ্বান (অশ্বগণকে ) ভূমে মহদায়তনং (পৃথিবীর বিস্তৃত সাম্রাজ্য ) বৃণীঘ ( প্রার্থনা কর) স্বয়ঞ্চ (এবং নিজে ) যাবৎ শরদ: ( যত বর্ষ ) ইচ্ছসি ( জীবিত থাকিতে ইচ্ছা কর তত বর্ষ পর্য্যন্ত) জীব ( জীবিত থাক ) ॥২২ শতবর্ষজীবি পুত্র পৌত্রগণ, বহু গো প্রভৃতি পশু, হস্তী, সুবর্ণ, অশ্বসমূহ এবং পৃথিবীর বিস্তৃত সাম্রাজ্য প্রার্থনা কর। নিজেও যত বর্ষ পর্য্যস্ত জীবিত থাকিতে ইচ্ছা কর তত বর্ষ পর্যন্ত জীবিত থাক ॥২২ . এতত্ত্ব ল্যং যদি মনস্তে বরং বৃণীম্ব বিত্তং চিরজীবিকাঞ্চ ।