পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b-8 - কঠোপনিষৎל আত্মজ্ঞ বলিয়াই আত্মতত্বের উপদেশ প্রদান করিতে সমর্থ ; ধিনি র্যাগ জানেন-লা, তিনি কখনই তাহা অপরকে উপদেশ করিতে সমর্থ হন না। . নাচিকেত অগ্নি যজ্ঞশালায় স্থিত জড় অগ্নি নয়, এই অগ্নি অন্ত:শরীরে নির্মল চৈতন্তজ্যোতি যাহা মুমুক্ষুকে পরতত্বের সহিত সাক্ষাৎকার করাইয়া দিতে সমর্থ। আত্মতত্বের সাক্ষাৎকার করিবার অধিকারী হইতে হইলে কি প্রকার সদগুণ সম্পন্ন হইতে হয় তাহাই এক্ষণে প্রদর্শিত হইতেছে {૭ઝી কামস্ত আপ্তিং জগতঃ প্রতিষ্ঠাম্ ক্রতোরনন্ত্যমভয়স্য পারমৃ । স্তোমমহদুরুগায়ং প্রতিষ্ঠাম্ দৃষ্ট ধৃত্যা ধীরে নচিকেতোহতাম্রাক্ষী ॥৩৯ নচিকেত (হে নচিকেত) ত্যা (তুমি অবিচলিত ধৈর্ম্যের সহিত ) ধীর: ( প্রশাস্ত চিত্ত হইয়া ) কামস্ত আপ্তিং ( সমস্ত কামনার যেখানে পরিসমাপ্তি হয় সেই ঈশ্বর পদ ) জগত: প্রতিষ্ঠাং ( চরাচর জগতের আশ্রয় ) ক্রতো: ( যজ্ঞ বা উপাসনার ) অনন্ত্যং ( বাধরহিত ফল \ অভয়ন্ত পারং ( অভয়ের অবধিভূত অর্থাৎ নিরপেক্ষ অভয়পদ ) মেং ( স্তুতির যোগ্য) মহৎ (সৰ্ব্বশ্রেষ্ঠ ) উরুগায়ং (উচ্চৈঃস্বরে বেদ বাহার সম্বন্ধে গান করেন সেই ঈশ্বরপদ ) দৃষ্ট (আত্মরূপে সাক্ষাৎকার করিয়াও ) অত্যশ্ৰাক্ষী (পরিত্যাগ করিয়াছ ) ॥৩৯ ৷ হে নচিকেত, তুমি অবিচলিত ধৈৰ্য্যের সহিত প্রশান্তচিত্ত হইয়া চরাচর জগতের আশ্রয়, যজ্ঞ ও উপাসনার বাধরহিত ফল স্বরূপ, স্তুতিরযোগ্য বেদ ধাহীর সম্বন্ধে উচ্চৈঃস্বরে গান করিয়া থাকেন, সববিধ কাণনা, যেখানে পরিসমাপ্ত হইয়া যায় সেখানে ভয় সর্বতোভাবে বিদূরিত হয়। &