পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/১৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ఫిe , কঠোপনিষৎ ঐ শবা উহার বাচক। র্যাহীদের চিত্ত সমাহিত ও বিশুদ্ধ উপহার ওঙ্কার শৰ উচ্চারণ করিলে সাক্ষি চৈতন্তের স্ফুরণ হয়। সমাহিত চিত্ত মুমুকু ওঙ্কারকে অবলম্বন করিয়া অভেদে পরমেশ্বরের ধ্যান করিবে। উক্তরূপে ধ্যান করিতে অসমর্থ ব্যক্তি ওঙ্কারে ব্ৰহ্মদৃষ্টি করিবেন। ওম্ এই অক্ষরটি একটা ধ্বনি মাত্র। চিত্ত বিশুদ্ধ এবং ভগবানে সমাহিত হইলে এই ধ্বনি আপন হইতে চিত্তে উদিত হয় । সাধকের চিত্ত এই ধ্বনিতে লীন হইয়া গেলে পরমানন্দ পরমাত্মার অনুভূতি হইতে থাকে ॥৪৩ যমরাজ এইরূপে তত্ত্বজ্ঞান প্রাপ্তির সাধন প্রণব উপাসনার উপদেশ প্রদান করিয়া প্ৰণবের স্বতি এবং প্রণব উপাসনার ফুল বলিতেছেন— এতদ্ধ্যেবাক্ষরং ব্রহ্ম এতদ্ধ্যেবাক্ষরং পরম্ এতদ্ধ্যেবাক্ষরং জ্ঞাত্বা যো যদিচ্ছতি তস্য তৎ ॥৪৪ এতৎ অক্ষরং ( এই ওঙ্কার ) হি (নিশ্চয় ) ব্রহ্ম এব ( সব জ্ঞ সব শক্তিমান সব নিয়ন্ত ঈশ্বরই ) এতং হি অক্ষরং ( এই প্রণব নিশ্চয় ) পরং এব ( সচ্চিদানন্দ পরব্রহ্মই ) এতৎ হি এব অক্ষরং ( এই ওঙ্কারকেই অর্থাৎ ওঙ্কারের প্রতিপাদ্য পরব্রহ্ম কিংবা অপর ব্রহ্মকে ) জ্ঞাত্বা (অভেদে ধ্যান করিয়া) যে যৎ ইচ্ছতি । যে উপাসক যাহা ইচ্ছা করেন ) তস্য তৎ ( তাহার তাছাই প্রাপ্তি হয়, অর্থাৎ ঈশ্বর পদ লাভ কিংবা আত্মম্বৰূপে অবস্থান হইয়া থাকে ) ॥৪৪ এই ওস্কার নিশ্চয় সব জ্ঞ সব শক্তিমান সব নিয়ন্ত ঈশ্বরই, এই প্রণব নিশ্চয় সচ্চিদানন্দ পরব্রহ্মই । এই ওঙ্কারকেই অর্থাৎ ওঙ্কারের প্রতিপাদ্য পরবন্ধ কিংবা অপর ব্রহ্মকে অভেদে ধ্যান করিয়া যে উপাসক যাহা ইচ্ছা করেন তাহার তাহাই প্রাপ্তি হয় অর্থাৎ ঈশ্বরপদ লাভ কিংবা আত্মস্বরূপে অবস্থান হইয়া থাকে ॥৪৪ *。 প্রাপর ব্ৰহ্ম প্রাপ্তির সাধন হেতু— ... ...o.o.o.o.o."