পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/২১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কঠোপনিষৎ ૨ 9 (t বুদ্ধিরূপ সারথির ইন্দ্রিয়গণ কুমাৰ্গগামী উচ্ছম্বল অশ্বের স্থায় তাহার বৃশীভূত থাকে না ॥৫৮ যস্তু বিজ্ঞানবান ভবনি যুক্তেন মনসা সদা। তস্তোন্দ্রিয়ানি বশ্বানি সদ শ্বা ইব সারথেঃ ॥৫৯৷৷ য: ( যে বুদ্ধিরূপ সারথি ) তু (কিন্তু) সদা যুক্তেন মনসা (সব দা, নিগৃহীত মনে) বিজ্ঞানবান্ ভবতি ( বাহ বিষয়ে ইন্দ্রিীগণের প্রবৃত্তি ও নিবৃত্তি সম্বন্ধে অভিজ্ঞ হইয়া বৰ্ত্তমান থাকেন তস্য (সেই বুদ্ধিরূপ সারথির) ইন্দ্রিয়ানি (ইন্দ্রিয়গণ ) সারথে: ( লৌকিক সারথির ) সদ খাইব ( শিক্ষিত অশ্বসমূহের ন্যায় ) বখানি (তাহার বশীভূত থাকে ) ॥৫৯ কিন্তু যে বুদ্ধিরূপ সারথি সব দা নিগৃহীত মনে বাহ বিষয়ে ইঞ্জিয়গণের প্রবৃত্তি ও নিবৃত্তি সম্বন্ধে অভিজ্ঞ হইয়া বৰ্ত্তমান থাকেন, সেই বুদ্ধিরূপ সারথির ইন্দ্ৰিয়গণ লৌকিক সারথির শিক্ষিত অশ্বসমূহের ছায় তাহার বশীভূত থাকে ॥৫৯ এক্ষণে পূর্বোক্ত দুই প্রকার সারথি যুক্ত রথারূপ আত্মার দুইপ্রকার গতি প্রদর্শিত হইতেছে— যত্ত্ব বিজ্ঞানবান ভবত্যমনস্কঃ সদা শুচি: | ন স তৎ পদমাপ্নোতি সংসারং চাধিগচ্ছতি ॥৬০৷৷ যস্ত ( যে আত্মারূপ রথী) অবিজ্ঞানবান ( অবিবেকী ) অমনস্ক: (অসমাহিত চিত্ত) সদা অশুচি (এবং ইন্দ্রিয়গণ অসংযত থাকা হেতু পাপ কর্মে লিপ্ত এবং সেই হেতু সব দা অপবিত্র হইয়া ) ভবতি ( অবস্থান করে ) স (সেই অসংযত চিত্ত অবিবেকী অপবিত্র রখীৰূপ আত্মা) তৎপদং (সেই, অক্ষয় ব্রহ্মপদ । ন আগ্নোতি লাভ করিতে পারে না) সংসারং চ'অধিগচ্ছতি (পরন্তু জন্মমৃত্যুরূপ সংসারগতি প্রাপ্ত হয় ) ॥৬ণ ",