পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

p কঠোপনিষৎ ২৪৩

  • ন তত্ৰ সূর্য্যোভাতি ন চন্দ্রতারকা।

নেমা বিদ্যুতোভান্তি কুতোহয়মগ্নিঃ ॥ তমেব ভান্তমনুভাতি সৰ্বম্। তস্য ভাসা সৰ্ব্বমিদং বিভাতি ॥১৫ তত্ৰ (সেই স্বপ্রকাশ আনন্দস্বরূপ আত্মাকে ) ন স্বর্যাঃ ভাতি স্বৰ্য্য প্রকাশ করিতে পারে না ) ন চন্দ্র তারক ( চন্দ্র ও তারাগণও প্রকাশ করিতে পারে না ) ন ইম বিদ্যুতঃ ভাস্তি ( এই বিদ্যুৎও তাহাকে প্রকাশ করিতে পারে না ) অয়ম্ অগ্নিঃ কুত: আমাদের চক্ষুর গোচর এই যে অগ্নি এই অগ্নি যে তাহাকে প্রকাশ করিতে পারে না সে বিষয়ে আর বলিবার কি আছে ? ) ভান্তম সদা প্রকাশমান ) তম এব ( সেই আত্মাকেই ) সৰ্বম্ অন্তভাতি ( সব জ্যোতিষ্ক অতুগত-রূপে প্রকাশ পাইয়া থাকে ) ইদং সৰ্বম্ ( এই চরাচর জগং ) তস্য ভাসা ( সেই আত্মার জ্যোতিন্তে বিভাতি ( দীপ্তিমান ইয়। প্রকাশ পাইয়া থাকে) ॥১৫ এক্ষণে ব্রহ্মাত্মক সুখের স্বপ্রকাশন্তু প্রদর্শিত হইতেছে— সেই স্বপ্রকাশ আননারূপ আত্মাকে স্বৰ্য্য, চন্দ্র, তারকাগণ ও বিদ্যুৎ প্রকাশ করিতে পারে না । এই অগ্নি যে তাহাকে প্রকাশ করিতে পারে না সে বিষয়ে আর বলিবার কি আছে ? ' সর্বদা প্রকাশমান সেই আত্মাকেই আশ্রয় করিয়া স্বৰ্য্যাদি জ্যোতিষ্কসমূহ অনুগতকপে প্রকাশ পাইয়া থাকে । এই চরাচর জগং সেই আত্মার চৈতন্যজ্যোতিতে দীপ্তিমান হইয়া প্রকাশ পায় ॥১৫ তৃতীয় বল্লী নিরতিশয় আনন্দস্বরূপ স্বপ্রকাশ আত্মতত্ত্ব অত্যন্ত দুবিজ্ঞেয় বলিয়া বিভিন্নরূপে আত্মতৰ উপদিষ্ট হইতেছে। কাৰ্য দেখিয়া কারণের অনুমান }