পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশোপনিষৎ e 8t তত্ববিদগণ বলেন নিষ্কামভাবে ঈশ্বরোপাসনার ফল পৃথক এবং জড়উপাসনার ফল পৃথক এইরূপ উপদেশ বেদবিদগণের নিকট হইতে আমরা শ্রবণ করিয়াছি। র্তাহারা আমাদিগকে নিষ্কামভাবে ঈশ্বরোপাসনা এবং জড় প্রকৃতির উপাসনার তত্ত্ব বিশেষরূপে উপদেশ করিয়াছেন ॥১৩ সন্তুতিঞ্চ বিনাশঞ্চ যস্থদ্বেদোভয়ং সহ। বিনাশেন মৃত্যুং তীত্ব সস্তৃত্যাহষ্কৃতমশ্নুতে ॥১৪ ষ: ( ষে উপাসক ) সস্তৃতিঞ্চ (নিষ্কামভাবে সমগ্ৰ ঐশ্বৰ্য্যসম্পন্ন ঈশ্বরের উপাসনাতত্ত্ব এবং ) বিনাশঞ্চ ( জড়-প্রকৃতির উপাসনাতত্ত্ব ) তৎ উভয়ং ( ঐ দুইতত্ত্ব মিলিতভাবে ) বেদ ( উপাসনা করেন ) বিনাশেন ( সেই উপাসক প্রকৃতির উপাসনা দ্বারা অর্থাৎ নিষ্কামভাবে জনহিতকর কার্য্যের দ্বারা চিত্তশুদ্ধ করিয়া) মৃত্যুংতীত্ব (অহং মমাভিমানরূপ মৃত্যুকে অর্থাৎ ব্যষ্টি দেহাত্মাভিমান জনিত ভোগাসক্তিরূপ মৃত্যুকে অতিক্রম করিয়া ) সভৃত্য (নিষ্কামভাবে ঈশ্বরোপাসন দ্বার) অমৃতং (পরমানন্দ ) অণুতে ( প্রাপ্ত হন ) । যে উপাসক সমগ্র ঐশ্বৰ্য্যসম্পন্ন ঈশ্বরের নিষ্কাম উপাসনাতত্ত্ব এবং প্রকৃতির উপাসনাতত্ত্ব এই উভয়কে মিলিতভাবে উপাসনা করেন, সেই উপাসক প্রকৃতির উপাসনা দ্বারা অর্থাৎ নিষ্কামভাবে জনহিতকর কার্য্যের দ্বারা চিত্তশুদ্ধ করিয়া মহুংমমাভিমানরূপ মৃত্যুকে অর্থাৎ ব্যাষ্টি দৈহাত্মাভিমানজনিত ভোগাসক্তিরূপ মৃত্যুকে অতিক্রম করিয়া নিষ্কামভাবে ঈশ্বরোপাসনার দ্বারা পরমাননা প্রাপ্ত হন ॥১৪ হিরগুয়েন পাত্রেণ সত্যস্তাপিহিতং মুখম,। তৎত্বম, পূ্যন অপাৰ্বণু সত্যধমায় দৃষ্টয়ে ॥১৫ পূবন । হে নিখিল জগতের পালনকর্তা জগদীশ্বর ) সত্যষ্ঠ (বাধরস্থিত