পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

te ঈশোপনিষৎ প্রার্থনা করা প্রয়োজন । কি প্রকারে প্রার্থনা করিতে হইবে তাহাই ঋষি উপদেশ দিতেছেন— * অগ্নে নয় স্থপথ রায়ে অস্মান বিশ্বানি দেব বয়ুনানি বিদ্বান । যুযোধ্যম্মজ্জ হুরাণমেনে ভূয়িষ্ঠাং তে নম উক্তিং বিধেম ॥১৮ আগ্নে ( হে পরমেশ্বর ) দেব (স্বপ্রকাশ সচ্চিদানন্দ ) বিশ্বনি ( নিখিল ) বয়ুনানি (আমাদের কর্ম ও উপাসনা তোমাতেই অৰ্পিত ইহ ) বিদ্বান ( জানিয়া ) অন্মান ( আমাদিগকে ) রায়ে (ভবসাগরের একমাত্র রত্ন তোমাকে পাইবার নিমিত্ত ) সুপথ ( যে পথ তোমার নিকট গিয়াছে সেই সুন্দর পথে) নয় ( পরিচালিত কর) অন্মং (আমাদিগের হইতে ) জুহুরাণম্ (কুটিল ও আমাদের সাধন পথের প্রতিকুল ) এন; পাপ সমূহ) যুষোধি। বিদূরিত কর । তে (তোমাকে ) ভূয়িষ্ঠাং । পুন: পুন: বহু } নম উক্তিং ( নমস্কার ) বিধেম ( করিতেছি )। হে স্বপ্রকাশ সচ্চিদানন্দ পরমেশ্বর আমাদের নিখিল কর্ম ও উপাসনা যে তোমাতেই অৰ্পিত ইহা জানিয়া তুমি আমাদিগকে স্তবসাগরের একমাত্র রত্ন তোমাকে পাইবার নিমিত্ত যে পথ তোমার নিকট গিয়াছে সেই সুন্দর পথে আমাদিগকে পরিচালিত কর । যে আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক কুটিল পাপসমূহ আমাদের সাধন পথের প্রতিকুল সেই বাধাসমূহ আমাদিগের হইতে দূরীভূত কর । তোমাকে পুনঃ পুনঃ বহু নমস্কার করিতেছি। এই মন্ত্ৰটী ঋগ্বেদ সংহিতার মগুলের অগস্ত্যখৰি দৃষ্ট ১৮৯ স্বক্ত ॥১৮