পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেনোপনিষৎ s brt দিগের\কল্যাণের জন্য) বিজিগ্যে অতুরদিগকে পরাজিত করিয়াছিলেন অর্থাৎ দেবাসুর সংগ্রামে ঈশ্বরের ইচ্ছায় অসুরগণ পরাজিত এবং দেবগণ জয়লাভ করিয়াছিলেন) তস্য ব্রহ্মণ: ই ( সেই ঈশ্বরের } বিজয়ে (জয়লাভে ) দেবী অমহীয়ন্ত ( এই বিজয় যে সৰ্ব্বশক্তিমান প্রাণিগণের কর্মফল দাতা ঈশ্বরেরই জয়লাভ তাহা বুঝিতে না পারিয়া দেবগণ গৰ্ব্বিত হইয়াছিলেন ) তে ঐক্ষন্ত ( তাহারা মনে করিয়াছিলেন ) অস্মাকং এব ( আমাদেরই) অয়ং বিজয়: ( এই বিজয় অর্থাৎ আমরাই অসুরদিগকে পরাজিত করিয়াছি ) অস্মাকং এব আয়ং মহিমা ইতি ( আমাদেরই এই বিজয়লব্ধ গৌরব এইরূপ মিথ্যাভিমান করিয়াছিলেন ) ॥১ পুরাকালে দেবাম্বর সংগ্রামে সৰ্ব্বজ্ঞ, সৰ্ব্ববিদ, সৰ্ব্বশক্তিমান ঈশ্বর দেবগণের কল্যাণের জন্ত জগতের শক্র, ঈশ্বরের নিয়মলঙ্ঘনকারী অসুর দিগকে পরাজিত করিয়াছিলেন অর্থাৎ অসুরদিগের পরাজয়কামী ঈশ্বরের অনুশাসন পালনকারী দেবগণ ঈশ্বরের ইচ্ছায় দেবাস্তুর সংগ্রামে অসুরদিগকে পরাভূত করুিয়াছিলেন। ঈশ্বরের বিজয়ে দেবগণ যজ্ঞাদিতে পূজিত হইয়া মহিমাপ্রাপ্ত হইয়াছিলেন। প্রাণিগণের কর্মফলদাতা, নিখিল কল্যাণম্পদ সৰ্ব্বভূতের অন্তরাত্মা, সৰ্ব্বশক্তিমান ঈশ্বরই যে তাঙ্গদের জয়লাভের কারণ তাহ না জানিয়া পরিচ্ছিন্ন দেহাদিতে আত্মাভিমানী দেবগণ জয়লাভে গৰ্ব্বিত হইয়া ভলিয়াছিলেন যে তাহাদের স্বীয় সামর্থ্যবশতঃই তাহারা অসুরদিগকে পরাজিত করিয়া জয়লাভ করিয়াছেন, তাঙ্গদের স্বীয় শক্তি নিমিত্তই তাহারা পূজিত হইয়৷ মহিমাপ্রাপ্ত হুইয়াছেন ৷ ১ তুৱৈা বিজজ্ঞে। তেভো ই প্রাদুর্বভূব। * . . তন্ন ব্যজনিত কিমিদং যক্ষমিতি ॥২ e