পাতা:উপনিষৎ গ্রন্থাবলী - প্রথম ভাগ.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কেনোপনিষৎ Ե.Գ + | সৰ্ব্বজকর, আমাদের প্রত্যক্ষগোচর এই দিবা পূজনীয় বন্ধটি কি তাহা তুমি বিশেষরূপে অবগত হও । অগ্নি বলিলেন তথাস্ত ॥৩ তদভ্যদ্রবৎ, তমভ্যবদৎ কোহসীতি । অগ্নিৰ্ব আহমস্মি ইত্যবীজাতবেদ বা অহমৰ্ম্মতি ॥৪ তং (সেই যক্ষ সমীপে ) অভ্যদ্রবৎ (দ্রুত গমন করিয়াছিলেন । তম্ ( সেই অগ্নিকে ) অভাবদ২ ( যক্ষ জিজ্ঞাসা করিলেন ) ক আসি ইতি ( তুমি কে ? ) অগ্নিঃ বা অহম্ অস্মি ( অগ্নি বলিলেন আমি বিশ্ব বিখ্যাত অগ্নি ) জাতবেদ বা অহম্ অস্মি ( আমি সৰ্ব্বজ্ঞকল্প জাতবেদ ) ইতি ( এই কথা ) অব্ৰবীৎ ( অগ্নি বলিয়াছিলেন ) ॥৪ অগ্নি তথাস্তু বলিয়া সেই যক্ষ সমীপে গমন করিলেন। যক্ষ সেই অগ্নিকে জিজ্ঞাসা করিলেন “তুমি কে ?” অগ্নি প্রত্যুত্তরে যক্ষকে বলিয়াছিলেন “আমি বিশ্ববিখ্যাত অগ্নি, আমি সৰ্ব্বজ্ঞকল্প জাতবেদ” ॥৪ তন্সিংস্কর কিং বীর্যামিতি। অপদং সৰ্ব্বং দহেয়ম, যদিদং পৃথিব্যামিতি ॥৫ তস্মিন (সেই প্রসিদ্ধ গুণযুক্ত) ত্বয়ি (তোমাতে) কিং বীর্যং ইতি ( কি সামর্থ্য আছে ? এই কথা যক্ষ অগ্নিকে জিজ্ঞাসা করিয়াছিলেন ) যং ইদং পৃথিব্যাং ( যাহা কিছু এই চতুর্দশ ভূবনে আছে ) ইদং সৰ্ব্বং (চরাচর তং সমস্তই ) অপি দহেয়ম্ ( আমি নিশ্চয়ই ভস্মীভূত করিয়া ফেলিতে পারি ) ইতি ( এই কথা অগ্নি যক্ষকে বলিলেন ) ॥৫ যক্ষ অগ্নিকে জিজ্ঞাসা করিলেন সেই প্রসিদ্ধ গুণযুক্ত তোমাতে কি সামর্থ্য আছে ? অগ্নি এইরূপে জিজ্ঞাসিত হইয়া বলিলেন এই চতুর্দশ ভুবনে চরাচরাত্মক যাহা কিছু আছে তৎ সমস্তই আমি নিশ্চয়ই ভস্মীভূত কঞ্জিয়া ফেলিতে পারি ॥৫