পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছােট্ট রামায়ণ

বাল্মীকির তপােবন তমসার তীরে
হয় তার মধুময়, বায়ু বহে ধীরে,
সুমে পাখি গায় গান ফোটে কত ফুল,
কিবা জল নিরমল, চলে কুল-কুল।
মুনির কুটিরখানি গাছের তলায়,
চঞ্চল হরিণ খেলে তার আঙিনায়।
রামায়ণ লিখিলেন সেথায় বসিয়া,
সে বড় সুন্দর কথা স মন দিয়া।