পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭২৮
উপেন্দ্রকিশাের রচনাসমগ্র

পাঠাইব মহাশয়।”
শুনিয়া অমনি উঠিলেন মুনি
বিষম রোষেতে জ্বলি;
হয় সর্বনাশ দেন বুঝি শাপ,
না জানি কি কথা বলি!
ভয়ে সভাজনে  কহে, “মহারাজ!
দেহ দেহ রামে আনি,
ভালো হবে তার,  মুনির কৃপায়,
না হবে কোনোই হানি।”
শুনিয়া তখনি রাম লক্ষ্মণেরে
দেন রাজা আনাইয়া।
মহা খুশি হয়ে  যান মুনি তায়
দুইটি ভাইকে নিয়া।

রণবেশে দুই ভাই সাজি তারপর,
মুনির সহিত যান লয়ে ধনু-শর।
গুরুজন খান চুমো তাঁদের মাথায়,
দেবতার নাম লয়ে করেন বিদায়।
পথে রাম শিখিলেন সবযুর তটে
দুই বিদ্যা অদ্ভুত মুনির নিকটে।
এক তার ‘বলা’, তাহে যায় রোগ ভয়,
‘অতিবলা’ আর, তাতে হয় রণে জয়।
দুইদিন পরে তাঁরা হন গঙ্গা পার,
তারপরে ঘন বন, বড় অন্ধকার।
রামেরে বলেন মুনি, “হেথায়, বে ধন,
তাড়কা রাক্ষসী থাকে বিকট বদন।
রক্তখাকী হতভাগী ভারি বল ধরে,
লোকজন মেরে বন করেছে নগরে,
এই পথে যেই যায়, তারে খায় গিলে,
আপদে মারহ বাপ দুই ভাই মিলে।”

মরিবে রাক্ষসী বুড়ি, রক্ষা নাই তার,
তখনি দিলেন রাম ধনুকে টংকার।
‘টংটং’ রবে তার রুষি ভয়ংকর,
দাঁত কড়্মড়ি বুড়ি কাঁপে ধর্-থর্!
“হাঁই-মাঁই-কাঁই” করি ধাঁই-ধাঁই ধায়,