পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
৭৩৪
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

গেল সে রাগে জ্বলে৷
বলে, “শিবের ধনুক ভেঙেই বুঝি
হয়েছে ভারি বীর?
আমার ধনুকটিকে গুণ পরিয়ে
চড়াও দেখি তীর!”
শ্রীরাম ধনুক নিয়ে অমনি তাতে
দিলেন টেনে গুণ,
পরে বাণটি হাতে নিতেই মুনির
মুখ তো হল চুন!
তখন রাম ভাবিলেন, ‘এ বাণ খেলেই
যাবেন ঠাকুর মরে,’
কাজেই অপর দিকে দিলেন ছুঁড়ে
সে তীর দয়া করে৷
অনেক তপস্যাতে পেলেন মুনি
স্বর্গে যত স্থান,
সে তীর পড়ল গিয়ে সেইখানেতে
বাঁচল মুনির প্রাণ৷
ঠাকুর হার মেনে তায় সেখান হতে
গেলেন লাজের ডরে,
রাজা সবায় নিয়ে মনের সুখে
এলেন আপন ঘরে৷
তখন আদর করে রাণীরা সবে
বউ লইলেন কোলে,
তাঁদের দিলেন কি যে বলতে হলে
পড়ব বড়ই গোলে৷
পরে ভরত গেলেন মামার বাড়ি
শত্রুঘ্নরে লয়ে,
আর শ্রীরাম করেন পিতার সেবা
পরম সুখী হয়ে৷