পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৩৬
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

রাম রাজা হলে তোর ভরত মারিবে,
তখন তোমার দশা ভাব ফি হইবে।”
শুকাল রাণীর মুখ এ কথা শুনিয়া,
পরান কঁপিল তার ভরতে ভাবিয়া।
বলে, “কুঁজী বল! বল! কি হবে উপায়?
কেমনে বাঁচাব বল। আমার বাছায়?”
কুঁজী বলে, “ভয় নাই, হলে সেই কাজ
দুই বর তোরে যদি দেয় মহারাজ।
ভরত হলে রাজা, রাম গেলে বনে
ভয় না থাকিবে আর, ভাবি দেখ মনে।
যুদ্ধে গিয়ে মহারাজ ভারি ব্যথা পায়,
পরানে বাঁচে সে খালি তোমারই সেবায়।
দুই বর দিবে রাজা বলেছে তখন,
সে বর চাহিয়া কেন লহ না এখন।
ভরতে করহ রাজা রামে বনে দিয়া,
তারপর সুখে থাক খাটেতে বসিয়া।”
রাণী বলে, “ভালো যুক্তি দিলি কুঁজী মোর,
আজি বনে যাবে রাম, ভয় নাই তোর।”
তখন কুঁজীর সাথে করি কানাকানি,
বিপদ ঘটাল যয় সর্বনাশী রাণী।
ভাঙ্গিল হীরার বালা সানে আছাড়িয়া,
ময়লা কাপড় আনি পরিল খুঁজিয়া।
এলাইয়া কালো চুল শুইল ধূলায়—

ভালোই পাতিল ফাঁদ মারিতে রাজার।
আসিয়া দেখেন রাজা একি সর্বনাশ,
মাথায় পড়িল যেন ভাঙিয়া আকাশ।
কতই ডাকেন রাজা, “রাণী, রাণী, রাণী।”
কৈকেয়ী আঁচল শুধু মুখে দেয় টানি।
রাজা কন, “হায়, রাণী নাহি কয় কথা!
হল কি অসুখ ভারি? পাইল কি ব্যথা?
বল রাণী, দুখ দিল কে তোমার মনে,
তলোয়ারে তার মাথা কাট এইক্ষণে।”
বিনয় করিয়া রাজা কত কথা কয়,
কিছুতে রাণীর হায় দয়া নাহি হয়।
তখন বলেন, “কি চাই তোমার?
এখনি পাইবে তাহা, বল একবার।”