পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
ছোট্ট রামায়ণ
৭৪৭

হাজারে-হাজারে সেথা আইল ছুটিয়া৷
শ্বাস ফেলি ঘোঁৎ-ঘোঁৎ ভেঙচায় রাগে,
দাঁত কড়মড়ি শুনি বড় ডর লাগে!
লাঠি গদা, শেল শূল, কুড়াল কাটারি,
রোষেতে ছুঁড়িয়া তারা মারে ভারী-ভারী
রামের বাণেতে সব হল খান-খান,
দুই দণ্ডে গেল যত রাক্ষসের প্রাণ৷
একটা রহিল শুধু, অকম্পন বলে,
চেঁচায়ে লঙ্কায় সেটা ছুটে গেল চলে৷
রাবণের কয় কাঁপি, “হেই মোহারাজ!
আরে তোর খরটি তো মরিলেক আজ!
দুসনিয়া ফুসনিয়া যেতো মাল ছিলো,
সবেক মানুসা বেটা বামা কাটি দিলো!”
পরেতে আসিয়া সেই নাককাটি বুড়ি
হাই-মাই করি সেথা কাঁদে মাথা খুঁড়ি৷


লাফায়ে তখন উঠিল রাবণ
বাগেতে আগুন হয়ে,
সারথিরে কয়, “আয় তো রে মোর
গাধাটানা রথ লয়ে!”
সেই রথে চড়ি চলিল রাবণ
যেথায় মারীচ থাকে,
বলে, “চল যাই রামের নিকটে
সাজা দিব আজ তাকে৷”
শুনিয়া মারীচ বলে, “হায় বাপ :
মুই তো না সেথা যাব!
বেটা বড় ভূত, লাগাবেক তীর,
লাট্টু পাক মোরা খাব!”
রাবণ কহিল, “নাহি যাস যদি
এখনি কাটিব তোরে;”
মারীচ কহি।, “যাব, যাব, মুই!
কি করিবি লিয়ে মোরে?”
রাজা কয়, “তুমি সোনার হরিণ
সাজিয়া সেথায় যাবে,
সীতার নিকটে নাচিয়া নাচিয়া
লতা-পাতা খুঁটে খাবে৷