পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৭৫২
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

পরম সুন্দর দেহ হইল তাহার।
আগুন হইতে উঠি তখন সে কয়,
“সুগ্রীবের কাছে তুমি যাও মহাশয়।
ঋষ্যমূক পরবতে, পম্পা নদী-তীরে,
থাকে সে লইয়া সাথে বড়-বড় বীরে।
ত্বরায় তাহারে বন্ধু কর মহাশয়,
করিয়া সীতার খোঁজ দিবে সে নিশ্চয়।”
তাহা শুনি দুই ভাই যান সেথা হতে,
যেথায় সুগ্রীব থাকে সেই পরবতে।


কিষ্কিন্ধ্যাকাণ্ড

তারপর পম্পা নদী পার হয়ে শেষে,
আসিলেন দুই ভাই বানরের দেশে।
বানর কতই সেথা থাকে ভারী-ভারী,
পর্বত ছুঁড়িয়া মারে লম্বা লেজ নাড়ি।
রাজা তার বড় বীর, বালী নাম ধরে,
সুগ্রীব তাহার ভাই, কাঁপে তার ডরে।
কিষ্কিন্ধ্যায় থাকে বালী লোকজন লয়ে
ঋষ্যমুক নাহি যায় মাতঙ্গের ভয়ে।
সেই মুনি এই শাপ দিয়েছিল তায়,
“মাথা ফেটে যাবে তোর, আসিলে হেথায়।”
সেই ভয়ে ঋষ্যমুকে নাহি যায় বালী
দূর থেকে সুগ্রীবেরে দেয় শুধু গালি।
পর্বত হইতে দেখি শ্রীরাম লক্ষ্মণে,
বড়ই হইল ভয় সুগ্রীবের মনে।
মন্ত্রী হনুমানে ডেকে বলিল তখন,
“কি লাগি আইল হেথা মানুষ দুজন?
নিশ্চয় জানিয়া হনু আইস ত্বরায়।”
গোপ-দাড়ি পরে হনু সাজিল সন্ন্যাসী
রামের নিকটে পরে দেখা দিল আসি।
বড়ই পণ্ডিত হনু, ভারি বুদ্ধিমান,
হাসি-হাসি কথা কয়, মধুর সমান।
রামেরে করিল সুখী মিষ্ট কথা কয়ে,