পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছোট্ট রামায়ণ
৭৭৯

এলেন দেবতাগণ দশরথে নিয়া।
পিতার পায়ের ধূলা লইয়া তখন,
ভুলিলেন সব দুঃখ শ্রীরাম লক্ষ্মণ।
তুষ্ট হয়ে দেবগণ শ্রীরামেরে কন,
“কি বর চাহ রে বাছা, লহ এইক্ষণ।”
শ্রীরাম বলেন, “তবে দিন এই বর,
বাঁচিয়া উঠুক যত মরেছে বানর।”
অমনি উঠিল বাঁচি বানর সকল,
প্রভাতে জাগিল যেন বালকের দল।
বালির ভিতর হতে ওঠে লাফ দিয়া,
সাগর হইতে উঠে লাঙুল নাড়িয়া।
শ্রীরাম বলেন, “শুন মিতা বিভীষণ,
দেশে যাই, দেহ ভাই বিদায় এখন।”
সারথি পুষ্পক রথ আনে সাজাইয়া,
হাঁসে লয়ে যায় তাহা আকাশে উড়িয়া।
শ্রীরাম লক্ষ্মণ সীতা উঠিলেন তাতে,
বানর সকলে কয়, ‘‘মোরা যাব সাথে।’’
রাম কন, “কি আনন্দ! চলহ সকলে!”
অমনি সকলে রথে উঠে দলে-দলে।
সুগ্রীব অঙ্গদ উঠে, আর জাম্ববান,
সকল বানর লয়ে উঠে হনুমান।
যতেক রাক্ষসী উঠে বিভীষণ সনে,
সবারে লইয়া রথ উড়ে সেইক্ষণে!
যখন থামিল রথ কিষ্কিন্ধ্যায় যেয়ে
লাফায়ে উঠিল যত বানরের মেয়ে।
প্রয়াগে আসিল রথ লইয়া সবায়,
সেই মুনি ভরদ্বাজ থাকেন যেথায়।
চৌদ্দটি বছর রাম থাকিবেন বনে
সেই সময়ের শেষ হল সেইক্ষণে।
তখন বলেন রাম হনুরে ডাকিয়া,
“অযোধ্যায় যাও বাছা সংবাদ লইয়া।
গুহ মিতা সনে দেখা হইবেক পথে,
কহিয়ো আমার কথা তারে ভালোমতে।”

আকাশে ছুটিয়া হনু যায় তাড়াতাড়ি,
দেখিতে-দেখিতে গেল গুহকের বাড়ি।