পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৭৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
কবিতা ও গান

কবিতা

মাতার মাতা রূপে,
যতনে পালিছ সবে
তোমারি স্নেহ জ্যোতি
তোমার স্নেহের হাসি
স্নেহের পরশ তব
তোমারি স্নেহ গাথা
স্নেহের বাহু ডোরে
তুমিই, তুমিই প্রভু,
আশিস ধারা তব
মোদের মাথার পরে
এ ক্ষুদ্র সন্তান, নাথ,
গাহিছে আজি তাই
আমার এ জীবন
তোমারি, তোমারি, প্রভু,

পিতার পিতা রূপে
তুমিই করুণাময়।
গগনে ভরে উঠে,
প্রভাত কুসুমে ফুটে,
বাতাস বহিয়া আনে।
বিহগ গাহে বনে।
ঘেরিয়া আছ মোরে,
তুমিই ত প্রেমময়।
সতত পড়িছে ঝরি;
সতত পড়িছে বারি;
নির্ভয় আনন্দ প্রাণ,
তোমার জয়গান।
সকল দেহ-মন,
জয় হে তোমার জয়





সুখের চাকুরী

মনিব মিলেছে মোর মনের মতন
বছর তিনের সে যে রমণী রতন।
ননীর শরীরে তার লাঠিমের লীলা;
বদনে চাঁদের আলো, কণ্ঠে কোকিলা।
সে যে হাসে খল-খল,
সে যে নাচে থৈ-থৈ,
তার চোখে ছোটে বিজলী,
তার মুখে ফোটে খই।
জবর জুটিল সে যে, নোকরী নূতন,
বেতনের নাহি নাম, না মিলে ভোজন।
উপরী আছে চুমু, চলে শুধু তায়,
কৃপণার ধন তাও, না হয় আদায়।
সে যে দাড়ি দেখে চটে,
সে যে থাকে চোখ বুজে,
পড়ে শয্যায় লজ্জায়