পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৯০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিবিধ প্রবন্ধ
৯০১

তামাসা দেখাইতেছিল। তাহদের গায়ের জোর দেখিয়া সকলে আশ্চর্য হইয়া যাইত। স্যামসন্ বিজ্ঞাপন দিয়াছিল, “সাইক্লপের তামাসা গুলি যে করিতে পরিবে, সে ১৫০০ টাকা পাইবে। আর আমাকে যে হারাইতে পরিবে, সে ১৫০০০ টাকা পাইবে।”

 এই সংবাদ শুনিয়া স্যাণ্ডো লণ্ডনে আসিযা উপস্থিত হইলেন। স্যাম‍্সন্ রোজ তামাসা শেষে চেঁচিয়া বলে, “সাইক্লপের তামাসাগুলি যে করিবে, তাহাকে দেড়হাজার, আর আমাকে যে হারাইবে, তাহাকে পনের হাজার টাকা দিব।” কিন্তু এ পর্যন্ত কেহ তাহার কথায় উত্তর দেয় নাই। সেদিনও সে ঐ কথাগুলি বলিয়া নিয়ম রক্ষা করিল। স্যাম্সন্ মনে করে নাই যে কেহ উত্তর দিতে দাঁড়াইবে। এমন সময় স্যাণ্ডোর পক্ষ হইতে একজন উঠিয়া বলিলেন, “তোমার টাকা কোথায় দেখাও। আমার একজন পালোয়ান আছে।” স্যামসন ১৫০০ টাকার একখানা নোট উপস্থিত করিল।

 স্যাণ্ডো আস্তে আস্তে স্টেজে (অর্থাৎ যেখানে তামাসা দেখান হয়, সেইখানে) গেলেন। সাধারণ ভদ্রলোকের পোষাক পরিয়া তিনি গিয়াছিলেন, সে পোষাকে তাঁহাকে তেমন ষণ্ডা দেখাইতেছিল না; তাই প্রথমেই অনেকে তাঁহাকে বিদ্রুপ করিতে লাগিল। স্বয়ং স্যাম‍্সন্ হো হো করিয়া হাসিয়া উঠিল। যাহা হউক স্যাণ্ডো যখন কোট খুলিলেন, তখন আর এত হাসির অবসর রহিল না।

 সাইক্লপ প্রথমে ২৮ সের ওজনের দুইটা জিনিস দুহাতে লইয়া সেগুলিকে মাথার উপরে তুলিল। ইহার মধ্যে তাহার হাত আগাগোড়াই ঠিক সোজা রহিল। স্যাণ্ডো অবিকল সেইরূপ করিলেন।

 তারপর সাইক্লপ ৩ মন ওজনের একটা বারবেল (লম্বা লোহার ডাণ্ডা, তাহার দুই মাথায় দুইটা গোলা) দুহাতে মাটি হই৩ে মাথার উপরে তুলিল। স্যাণ্ডো যখন তাহাও করিলেন, তখন সকলে হাততালি দিতে লাগিল। তাহা দেখিয়া স্যাণ্ডো এক হাতেই সেই বারবেলটাকে মাটি হইতে উপরে তুলিয়া দেখাইলেন।

 এরপর সাইক্লপ একহাতে দুই মণ পনের সের ওজনের একটা ডম‍্বেল্ উঠাইয়া, সেই হাতটাকে সোজা করিয়া বাড়াইয়া রাখিল; এবং আর এক হাতে একমণ ওজনের একটা ডম‍্বেল্ মাথার উপরে তুলিল। স্যাণ্ডোও সেইরূপ করিলেন।

 সাইক্লপ এই সকল তামাসাই দেখাইত সুতরাং সকলেই মনে করিল, যে স্যাণ্ডোর জিৎ হইয়াছে। কিন্তু ইহাতে স্যামসন গোলমাল করিতে লাগিল। সেখানকার গণ্যমান্য লোকদের একজন মধ্যস্থ হইয়া মীমাংসা করিয়া দিলেন যে, সাইক্লপ্ আর দুইটা তামাসা দেখাইবে, তাহা যদি স্যাণ্ডো করিতে পারেন, তবেই স্যাণ্ডোর জিৎ হইবে। স্যাণ্ডো বলিলেন যে, ‘দুইটা কেন, কুড়িটা বলুন, তাহাতেও রাজি আছি।” সাইক্লপ্ চিৎ হইয়া শুইয়া তিন মণ ওজনের একটা জিনিস তুলিল, সে জিনিসটার উপর আবার দুজন লোক উঠিয়া দাঁড়াইল। তারপর লোক দুজন নামিয়া গেল, আর সাইক্লপ্ সেই ভারি জিনিসটাকে লইয়া উঠিয়া দাঁড়াইল। স্যাণ্ডোও ঠিক ঐরূপ করিলেন।

 সকলের শেষে প্রায় সওয়া ছয়মন একটা পাথরের সঙ্গে আরো একমণ ষোল সের বাঁধিয়া দেওয়া হইল। সাইক্লপ্ দুটা চেয়ারের উপরে দাঁড়াইয়া এক আঙ্গুলে এইগুলিকে মাটি হইতে প্রায় চার ইঞ্চি উঠাইল। ইহাও যখন স্যাণ্ডো করিয়া দেখাইলেন, তখন সাইক্লপের হার