পাতা:উপেন্দ্রকিশোর রচনাসমগ্র.djvu/৯০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯০২
উপেন্দ্রকিশোর রচনাসমগ্র

মানা ভিন্ন আর উপায় রহিল না। সুতরাং এক হাজার পাঁচশত টাকার পুরস্কারটা তাঁহাকে দিতে হইল। পুরস্কার পাইয়া স্যাণ্ডো বলিলেন, “আমি শুধু ১৫০০ টাকার জন্য আসি নাই। ১৫০০০ টাকার পুরস্কারটাও লইয়া যাইতে ইচ্ছা করি।” কিন্তু স্যাম‍্সন্ সেদিন আর কিছু করিতে রাজি হইল না। বলিল, “আগামী শনিবারে এস।”

 শনিবারে লোকের ভিড় এত বেশী হইল, যে সামনের দরজা দিয়া কিছুতেই স্যাণ্ডো ঢুকিতে পাইলেন না। পিছনের দরজায় গিয়া দেখিলেন, সেটাও বন্ধ। দরজার পিছনে লোক আছে, অথচ সে কিছুতেই দরজা খুলিয়া দেয় না। শেষটা আর উপায় না দেখিয়া দরজার পিছনে এমনি এক ঘা লাগাইলেন, যে দরজার কব্জা খুলিয়া গেল। ভিতরের লোকটা ইহাতে খুব চোট পাইল। তাহাকে একশত পঞ্চাশ টাকা বক‍্সিস্ দিয়া সন্তুষ্ট করিয়া স্যাণ্ডো ঘরে ঢুকিলেন।

 এইদিকে স্যাম‍্সন স্যাণ্ডোর দেরী দেখিয়া বলিতে লাগিল, “এই দেখ সে আসিল না। আমি জানিতাম, সে আসিবে না। আমি আর দশ মিনিট দেখিব।”

 যাহা হউক এই দশ মিনিটের আধ মিনিট থাকিতে স্যাণ্ডো আসিয়া উপস্থিত হইলেন।

 তামাসা আরম্ভ হইল, স্যামসন যাহা যাহা দেখায়, স্যাণ্ডোও তাহা করিয়া দেখাইলেন। এই সকল তামাসা সাইক্লপের তামাসার চাইতে ঢের শক্ত।

 প্রথম তামাসা—প্রকাণ্ড একটা লোহার ডাণ্ডা এক হাতে লইয়া আর এক হাতের উপর মারিয়া সেটাকে বাঁকান।

 দ্বিতীয় তামাসা—জাহাজ বাঁধা লোহার দড়ি বুকে জড়াইয়া বুক ফুলাইয়া তাহা ছেঁড়া।

 তৃতীয় তামাসা —শিকল হাতে জড়াইয়া তাহা ভাঙ্গা। স্যাণ্ডো এর সমস্তই করিলেন। তারপর বলিলেন, “এখন আমি যাহা করি, তাহা কর দেখি”? এই বলিয়া তিনি দুইটা ডম‍্বেল্ লইয়া কসরৎ করিলেন,তাহার একটা তিন মণ কুড়ি সের, আর একটা দুই মণ কুড়ি সের ভারি।

 এবারে স্যামসন বলিয়া উঠিল, “ও ঢের দেখিয়াছি ওসব ফাকি।” মধ্যস্থেরা কিন্তু বলিলেন যে, “স্যাণ্ডোর জিৎ হইয়াছে এখন টাকা কোথায়?” স্যাম‍্সন্ বলিল, “টাকা কাল পাবে।” এই “কাল পাবে” বলিয়া গোলমাল করিয়া আর সে টাকা দিল না। শেষটা সেই নাট্যশালার কর্তৃপক্ষেরা সওয়া পাঁচ হাজার টাকা দিয়া স্যাণ্ডোকে সন্তুষ্ট করিলেন।

 স্যাণ্ডো একবার প্যারিসে বেড়াইতে গেলেন। সেখানে ছেলেবেলার একটি বিশেষ প্রিয় বন্ধুর সহিত তাঁহার দেখা হইল। ১০ বছর বয়সের পর আর দু’জনের দেখা হয় নাই; কাজেই দুজনার খুব আনন্দ হইল। ছেলেবেলায় দু’জনে খুব বিলিয়ার্ড খেলিতেন; সেই কথা মনে হওয়াতে তাঁহারা একটা হোটেলে বিলিয়ার্ড খেলিতে গেলেন। সেখানে আর কতকগুলি ফরাসী লোক উপস্থিত ছিল। তাহারা স্যাণ্ডো আর তাঁহার বন্ধুর সঙ্গে অভদ্র ব্যবহার করিতে লাগিল, আর তাঁহাদের খেলা শেষ না হইতেই তাহাদিগকে তাড়াইয়া দিতে চাহিল। যাহা হউক হোটেলের লোকেরা বলিল যে, “উহাদের ওরূপ করিবার কোন অধিকার নাই, তোমরা যতক্ষণ ইচ্ছা খেলিতে পার।” সুতরাং স্যাণ্ডো আর তাঁহার বন্ধু একবার খেলা শেষ করিয়া আর একবার খেলিতে লাগিলেন। তাঁহারা জার্মান ভাষায় কথা বলিতেছেন; ফরাসীরা তাহা না বুঝিয়া মনে করিল যে বুঝি তাহাদিগকে বিদ্রূপ করা হইতেছে। সুতরাং তাহারা আরো চটিয়া গেল।