পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।


বিরহবৎসর-পরে, মিলনের বীণা,
তেমন উন্মাদমন্দ্রে কেন বাজিলি না?
কেন তোর সপ্ত স্বর সপ্তস্বর্গ-পানে
ছুটিয়া গেল না উর্ধ্বে উদ্দাম পরানে
বসন্তে মানসযাত্রী বলাকার মতো?
কেন তোর সর্ব তন্ত্র সবলে প্রহত
মিলিতঝংকারভরে কাঁপিয়া কাঁদিয়া
আনন্দের আর্তরবে চিত্ত উন্মাদিয়া
উঠিল না বাজি? হতাশ্বাস মৃদুস্বরে
গুরিয়া গুঞ্জরিয়া লাজে শঙ্কাভরে
কেন মৌন হল? তবে কি আমারি প্রিয়া
সে পরশনিপুণতা গিয়াছে ভুলিয়া!
তবে কি আমারি বীণা ধূলিচ্ছন্ন-তার
সেদিনের মতো করে বাজে নাকো আর!

শিলাইদহ
২১ আষাঢ় ১৩০৩



অচিরবসন্ত হায় এল, গেল চলে—
এবার কিছু কি, কবি, করেছ সঞ্চয়?
ভরেছ কি কল্পনার কনক-অঞ্চলে
চঞ্চলপবনক্লিষ্ট শ্যাম কিশলয়,

১০৫