পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪•-সংখ্যক রচনাটি আন্তস্ত মাত্রাবৃত্তে রচিত। স্বচনায় এবং অন্তৰ স্বরবৃত্তের আভাস থাকাতেই এ কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। ৪৪-সংখ্যক কবিতায় শেষ স্তবকের প্রথম ছত্র ইতিপূর্বে পাণ্ডুলিপি জম্বুসারে সংশোধিত। বর্তমান সংস্করণে উক্ত কবিতায় আরো দুটি সংশোধন পাণ্ডুলিপি, বঙ্গদর্শন ও মোহিতচন্দ্র সেন সম্পাদিত কাব্যগ্রন্থ ( ১৩১ - ) অনুযায়ী করা হইল— স্তবক ৫ ছত্র ৩ ফেরে’ স্থলে ফিরে’ স্তবক ৮ ছত্র ৩ সে আকাশ’ স্থলে সেই আকাশ’ শেষ স্তবকের তৃতীয় ছত্রে সেই পাহাড়'-এর ভিন্ন পাঠ ‘এই পাহাড়’ বঙ্গদর্শনে পাওয়া যায়। ঐ স্তবকের চতুর্থ ছত্রে ‘পাষাণবাধা’র ভিন্ন পাঠ পাষাণবাধা বঙ্গদর্শনে পাওয়া যায়। ৰেবল সাময়িক পত্রে প্রকাশের কাল জানা থাকিলে, গ্রন্থমধ্যে কবিতার শেষে তাহার বিজ্ঞাপন বন্ধনীর অন্তর্গত। সাময়িক পত্রে রচনা প্রকাশের স্বচী যত দূর জানা যায়, নিম্নে দেওয়া গেল। প্রত্যেক ক্ষেত্রে বর্তমান গ্রন্থ -বৃত ক্রমিক সংখ্যা ও সাময়িক পত্র -ধ্ৰুত শিরোনাম দেওয়া হইয়াছে। প্রকাশসূচী সংখ্যা झु5म সাময়িক পত্র। সংখ্যা। পৃষ্ঠা ১ ভোরের পাখি ডাকে কোথায় ভোরের পাখি : বঙ্গদর্শন। বৈশাখ ১৩১ • । ১ ৮ আমি চঞ্চল হে স্বদূর ; প্রবাসী। মাঘ-ফাল্গুন ১৩০৯ । ৩৩৩ > Soe