পাতা:উৎসর্গ-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

জলের গায়ে পুলক-দেওয়া  ফুলের গন্ধ কুড়িয়ে নেওয়া
চোখের পাতে ঘুম-বোলানো তান।

শুনাস নে গো ক্লান্ত বুকের  বেদনা যত সুখের দুখের
প্রেমের কথা আশায় নিরাশায়।
শুনাও শুধু মৃদুমন্দ  অর্থবিহীন কথার ছন্দ,
শুধু সুরের আকুল ঝংকার।
ধারাযন্ত্রে সিনান করি  যত্নে তুমি এসো পরি
চাঁপাবরন লঘু বসনখানি।
ভালে আঁকো ফুলের রেখা  চন্দনেরই পত্রলেখা,
কোলের ’পরে সেতার লহো টানি।
দূর দিগন্তে মাঠের পারে  সুনীল-ছায়া গাছের সারে
নয়ন দুটি মগ্ন করি চাও।
ভিন্নদেশী কবির গাঁথা  অজানা কোন্ ভাষার গাথা
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া গাও।

হাজারিবাগ ১২ চৈত্র ১৩০৯

৬৮