পাতা:ঊর্ম্মিমুখর.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৰ্ম্মিমুখর م مرايا বল্লে—শুমুন সেদিন অম্বিকাপুরে একটা বড় করুণ ব্যাপার হয়ে গিয়েচে। অম্বিকাপুরে আমার যে পাঠশালা আছে, সেখানে একটা মুসলমান মেয়ে পড়তে, তার নাম মোমেনা, ও বছর উচ্চ প্রাইমারী পরীক্ষায় বৃত্তি পেয়ে পাশ করেচে। চাষার মেয়ে কিন্তু চাষার ঘরে অমন রূপ কেউ দেখেনি। এই টক্‌টকে গায়ের রং, এই পটল চেরা চোখ, এই স্বাস্থ্য, এই গড়ন—সবদিক থেকে মেয়েট যেন আপনাদের বামুন কায়স্থের ঘরের সুন্দরী মেয়ের মত। তারওপর তার লেখাপড়ার খুব বোক, গান জানে, শিল্পকাজ শিখেচে স্কুলে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মেয়েটির এগারো বছর বয়সে বিয়ে হয়েছিল, সেই বছরেই বিধবা হয়। উচ্চপ্রাইমারী পরীক্ষা দেবার পর যখন পাশের খবর বেরুলে, তখন তার দেওর তার বাপ মার কাছে যাতায়াত শুধু করলে তাকে বিয়ে করবার জন্তে । মেয়েটর বাপ মা রাজি হয়ে গেল কিন্তু মেয়ের তাতে ঘোর অী পত্তি। তার দেওর নিতান্ত মূৰ্খ চাষ, স্বাস্থ্য অতি খারাপ, চেহার কালে । মেয়েটা ওই গ্রামেরই একটা ছেলেকে ভালবাসে, মুসলমানেরই ছেলে, থার্ড ক্লাস পর্যন্ত পড়েছিল রাণাঘাট স্কুলে, এখনও বাড়ীতে বই, খবরের কাগজ আনিয়ে পড়ে। বয়েস পচিশ ছাব্বিশ, সুত্রও বটে। মেয়েটার বয়েস সতেরো। মেয়ে বাপমাকে নাকি গোপনে বলেছিল,—যদি তোমরা আমার বিয়ে দিতেই চাও, তবে অমুকের সঙ্গে দিও, আমার দেওরকে আমি বিয়ে করবো না। বাপ মা তাতে ঘোর গররাজি। দেওরদের নাকি খুব ধানের গোল আছে, ক্ষেত খামার আছে, এ ছোকরার কিছুই নেই। মেয়েটার কথা কেউই শুনলে না। তাকে জোর করে বিয়ে টি । তার দেওরের সঙ্গে। বিয়ের সময়ে আমাদের মুসলমানদের প্রথা আছে বিবিকে মোল্লা জিজ্ঞেস করবে, তুমি একে বিয়ে করতে সম্মত আছ তো ? মোল্লা সে কথা মেয়েকে জিজ্ঞেস করতেই মেয়ের ফিট হয়ে গেল সেই বিবাহ আলরে। ভাবুন, কতটা দুঃখ সে বুকে চেপে রেখেছিল নীরবে মুখ বুজে। আমি বল্লুম-বিয়ের কি হোল ? - সে বল্পে-বিয়ে কি আটকে আছে ? হয়ে গেল। তার শ্বশুর বাড়ীতে নিয়ে গেল। . . دجا۔۔یہ جب ہو ہی بہبینorra fہ \ g sp.i) ہے۔