পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এব্ৰাহাম লিঙ্কনের বক্তৃতাবলী জনৈক যুবকের প্রতি উপদেশ একজন কৃতী আইনজীবী হিসাবে প্রায়ই লিঙ্কন ভঁাহার সেরেস্তায় আইন পাঠে ইচ্ছুক যুবকদের নিকট হইতে দরখাস্ত পাইতেন। ইহাদেরই একজনকে ১৮৫৫ সালে তিনি সারগর্ভ উপদেশ দেন । শুপ্রীংফিল্ড, নভেম্বর ৫, ১৮৫৫ প্রিয় ভদ্র মহাশয় ? এইমাত্র বাড়ী ফিরিয়া আমি আপনার গতমাসের ২৩ তারিখের লেখা চিঠিখানি পাইয়াছি। আমি বাড়ীর বাহিরে এত বেশি সময় থাকি যে আমার সহিত থাকিয়া কোন যুবকের পক্ষে আইন পড়ার সুবিধা হইতে পারে না। যদি আপনি আইনজ্ঞ হইবার জন্য দৃঢ়প্রতিজ্ঞ হইয়া থাকেন তবে ইতিমধ্যেই অর্ধেক কাজ সম্পন্ন হইয়াছে। আপনি কাহারও নিকট পড়ন বা না পড়ন তাহাতে বিশেষ কিছু আসে যায় না। আমি কাহারও নিকট পাঠ গ্ৰহণ করি নাই। বইগুলি সংগ্ৰহ করুন এবং পড়ুন - যতক্ষণ পর্যন্ত আপনি পুস্তকগুলির প্রধান প্রধান বিষয়গুলি বুঝিতে না পারেন। ততক্ষণ পর্যন্ত অধ্যয়ন করুন; ইহাই আসল জিনিষ । পাঠরত অবস্থায় বড় শহরে আছেন। কিনা তাহ অবান্তর। আমি পড়েছিলাম নিউ সালেম-এ, যেখানে লোকসংখ্যা কখনও তিন শতের বেশি ছিল না । বইয়ের যেমন স্থানভেদে রূপান্তর হয় না, তেমনি বই পড়িয়া তার অর্থ হৃদয়ঙ্গম করিবার ক্ষমতাও কোনও স্থান বিশেষের উপর নির্ভর করে না, সর্বত্রই সে ক্ষমতা সমান থাকে । মিঃ ড্রামার একজন বুদ্ধিমান ব্যক্তি এবং একজন বিজ্ঞ আইনজীবী (আইন শিক্ষণে তিনি আমা অপেক্ষা অধিকতর পটু); আমার সন্দেহ নাই যে কোন পুস্তক পড়িতে হইবে তিনি সানন্দে তাহা আপনাকে বলিয়া দিবেন এবং আপনাকে পুস্তক দিয়া সাহায্য করিবেন। সর্বদা স্মরণ রাখিবেন যে সাফল্যের জন্য আপনার সঙ্কল্প অন্য সকল বিষয় অপেক্ষা অধিকতর গুরুত্বপূর্ণ। আপনার বিশ্বস্ত বন্ধু, এ. লিঙ্কন মানুষের সাম্য সম্পর্কে ১৮৫৭ খৃষ্টাব্দে তথাকথিত ড্রেড স্কট মামলায় মার্কিন যুক্তরাষ্টের সুগ্ৰীম কোর্ট কর্তৃক নূ্যনতম সংখ্যাগরিষ্ঠতার একটি বিতর্কমূলক সিদ্ধান্ত গৃহীত হওয়ায় দাসপ্রথা সম্পর্কে প্ৰজ্বলিত বিতর্কে ঘূতাহুতি পড়ে। এই সিদ্ধান্তের