পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিতর্কের বৎসরগুলি আলস্যজনিত কাজের সহিত এরকম সমন্বয়ের সুযোগ নাই। পূর্ণ মনোযোগসহ কাজের ফলে ক্ষুদ্রতম ভূখণ্ডকেও যথেষ্ট বলিয়া মনে হয়। বর্তমানের অপেক্ষী যুদ্ধের প্রতি কম আগ্রহশীল, এবং শান্তির কলাকৌশলের প্রতি আধিকতর অনুরক্ত সমানেই এইরকম হইতে পারে। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি-পূর্বাপেক্ষা অধিকতর দ্রুত বৃদ্ধি—ঘটিলে অনতিবিলম্বেই ক্ষুদ্রতম ভূখণ্ড হইতে আরামপ্রদ জীবনধারণের কৌশল সর্বাপেক্ষা শ্রেষ্ঠ কৌশল রূপে পরিগণিত হইবে । যে সমাজের প্রত্যেকটি সদস্য এই কৌশল আয়ত্ত করিয়াছেন তাহা কখনও কোন অত্যাচারীর নিকট নতি স্বীকার করিবে না। এইরূপ সমাজ মুকুটশোভিত। রাজা, টাকার রাজা বা জমির রাজা কাহারও অধীন হইবে না • • • • • • • • • আত্মজীবনী প্রেসিডেন্ট পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসাবে লিঙ্কন সম্পর্কে সাধারণের আগ্ৰহ বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ভঁাহার জীবনী সংক্রান্ত তথ্যের জন্য তঁহার নিকট অনুরোধ আসিতে থাকে। র্তাহার জনৈক বন্ধুর অনুরোধে অত্যন্ত অল্পকথায় তিনি নিজের একটি জীবনী লেখেন। আমি কেণ্টাকীর হাডিন কাউণ্টিতে ১৮০৯ সালের ১১ই ফেব্রুয়ারী জন্মগ্রহণ করি। আমার পিতামাতা উভয়েই ভাজিনিয়াতে জন্মগ্রহণ করেন ; তঁহাদের পরিবারগুলি আখ্যাত ছিল, দ্বিতীয়শ্রেণীর পরিবার বলা যেতে পারে। আমার দশবৎসর বয়সের সময় আমার মা মারা যান ; তঁাহার পরিবারের পদবী ছিল হ্যাঙ্কস্—তাহাদের কেহ কেহ অ্যাডামস্-এ এবং কেহ কেহ ইলিনয়ের অন্তর্গত মেকন কাউণ্টিতে বসবাস করিতেছেন। আমার পিতামহ এব্ৰাহাম লিঙ্কন। ১৭৮১ বা ৮১ খৃষ্টাব্দে ভাজিনিয়ার অন্তর্গত রাকিংহাম কাউণ্টি হইতে কেণ্টাকীতে আসেন। সেখানেই দুই এক বৎসর পরে তিনি রেড ইণ্ডিয়ানদের হস্তে নিহত হ’ন—যুদ্ধে নহে, বনাঞ্চলে একটি কৃষিক্ষেত্ৰ স্থাপনের জন্য যখন তিনি কাজ করিতেছিলেন সেই সময় অতর্কিতে। তঁহার পূর্বপুরুষগণ—যাহারা কোয়েকার (Quakers) সম্প্রদায়ের লোক ছিলেন—পেনসিলভ্যানিয়ার অন্তর্গত বার্কস কাউণ্টি হইতে ভার্জিনিয়ায় যান। নিউ ইংলণ্ডের এক পরিবারের সহিত র্তাহাদের সাদৃশ্য খুজিতে গিয়া কেবলমাত্র দুই পরিবারের মধ্যে এনোক, লেভি, মর্দেকাই, সলোমন, এব্ৰাহাম প্রভৃতি নামের সাদৃশ্য ছাড়া আর কোন মিলাই খুজিয়া পাওয়া যায় নাই ।

  • S