পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেসিডেন্টরূপে কাৰ্যকাল মনোনয়ন স্বীকার ১৮৬০ সালের মে মাসে ইলিনয়ের অন্তৰ্গত শিকাগোতে অনুষ্ঠিত রিপাবলিকান জাতীয় সম্মেলনে লিঙ্কনকে প্রেসিডেন্ট পদের প্রার্থীরূপে মনোনীত করা হয়। ধীরচিত্তে তিনি এই মনোনয়ন স্বীকার করিয়া লন। স্তম্প্রীংফিল্ড, ইলিনয়, মে ২৩, ১৮৬০ মাননীয় জর্জ অ্যাশমান রিপাবলিকান জাতীয় সম্মেলনের প্রেসিডেণ্ট, মহাশয় ? আপনার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন আমাকে যে মনোনয়ন দান করিয়াছেন আমি তাহা স্বীকার করিয়া লইতেছি । এ বিষয় সম্পর্কে সম্মেলনের সংশ্লিষ্ট কমিটি হিসাবে আপনার ও অন্যান্যদের পত্রে যথারীতি অবগত হইয়াছি । আপনার পত্রের সহিত নীতি ও মনোভাবের যে ঘোষণাবাণীটি রহিয়াছে আমি তাহা অনুমোদন করি ; যাহাতে ইহার কোন অংশ লজিঘত না হয় বা অমান্য না করা হয় সেদিকে আমার দৃষ্টি থাকিবে। ঐশ্বরিক সাহায্যের জন্য আবেদন জানাইয়া, এবং সম্মেলনে যাঁহাদের প্রতিনিধিবৃন্দ ছিলেন। তঁহাদের মতামত এবং মনোভাবের প্রতি, জাতির সকল জনসাধারণের প্রতি, সকল রাষ্ট্র এবং টেরিটরীর অধিকারের প্রতি, সংবিধানের পবিত্ৰতা, সকলের চিরমিলন, ঐক্য এবং সমৃদ্ধির প্রতি, যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করিয়া সম্মেলনে ঘোষিত নীতিসমূহের কার্যকরী সাফল্যের জন্য আমি সানন্দে সহযোগিতা করিব । আপনার কৃতজ্ঞ বন্ধু ও সহ-নাগরিক, এ. লিঙ্কন Վ") ft