পাতা:এব্রাহাম লিঙ্কনের বক্তৃতাবলী.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেসিডেন্টরূপে কাৰ্যকাল স্বাধীনতা সম্পর্কে অভিমত ১৮৬৪ সালের এপ্রিল মাসে বাল্টিমোরে স্বাস্থ্যসম্বন্ধীয় এক মেলাতে প্রদত্ত বক্তত হইতে হৃদয়গ্ৰাহী রূপক প্রয়োগে লিঙ্কনের দক্ষতার পরিচয় of M33 RT3 || পৃথিবীতে এখন পর্যন্ত স্বাধীনতার কোন যথার্থ সংজ্ঞা নিরূপিত হয় নাই। বর্তমান ক্ষণে আমেরিকার জনগণের নিকট এরূপ একটি সংজ্ঞার বিশেষ প্রয়োজনীয়তা দেখা দিয়াছে। আমরা সকলেই স্বাধীনতার পক্ষে বলিয়া ঘোষণা করি ; কিন্তু একই শব্দ আমরা ভিন্ন ভিন্ন অর্থে প্রয়োগ করি। কাহারও নিকট স্বাধীনতা শব্দটির অথর্প হইল তাহার ইচ্ছামত চলিবার এবং ইচ্ছামত নিজের শ্রমাজিত ফল ভোগের অধিকার থাকা ; আবার কাহারও অভিমতে এই শব্দটির অর্থ হইল আপনি আপন খুন্সীমিত অপরের সহিত ব্যবহার করার এবং অপরের শ্রমের ফল ভোগ করার অধিকার থাকা । এখানে—কেবল স্বতন্ত্র তাহাই নহে সম্পূর্ণ পরস্পরবিরোধী—দুইটি জিনিষ, একই—স্বাধীনতা—নামে অভিহিত হইতেছে। এবং উভয় পক্ষই জিনিষ দুইটিকে বিভিন্ন এবং পরস্পরবিরোধী নামে—স্বাধীনতা ও স্বৈরতন্ত্র নামে অভিহিত さfエび返 নেকড়ের থাবা হইতে রক্ষণ করার জন্য মেষশাবক মেষপালককে মুক্তিদাতা হিসাবে কৃতজ্ঞতা জানায় ; অপরপক্ষে এই একই কাজের জন্য নেকড়ে স্বাধীনতা ধ্বংসকারী বলিয়া মেষপালককে গালাগালি করে—বিশেষ মেষটি কাল ছিল বলিয়া । স্পষ্টই দেখা যাইতেছে স্বাধীনতা শব্দটির সংজ্ঞা সম্পর্কে মেষ ও নেকড়ের মধ্যে কোন মতৈক্য নাই ; মানবজাতির মধ্যে ঠিক একই ধরণের পার্থক্য রহিয়াছে—আমরা যাহারা উত্তরে থাকি এবং স্বাধীনতাপ্রিয়তার দোহাই দেই তাহদের মধ্যেও । এই কারণেই আমরা আজ দেখিতেছি যে, যে উপায়ে প্রতিদিন হাজার হাজার লোক বন্ধনমুক্ত হইতেছে কেহ কেহ তাহাকে স্বাধীনতার অগ্রগতিরূপে অভিনন্দিত করিতেছে ; আর একদল তাহাকে স্বাধীনতার মৃত্যু বলিয়া বিলাপ করিতেছে । অবসরপ্রাপ্ত সৈন্যদের প্রতি ১৮৬৪ সালের মাঝামাঝি সময়ে যুদ্ধের গতি অবশেষে ইউনিয়নের অনুকূলে আসিল ; লিঙ্কনও পুনরায় প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন লাভ করিলেন। ঐ বৎসর আগষ্ট মাসে তিনি অবসর গ্ৰহণকারী সৈন্যদলের সম্মুখে একটি ক্ষুদ্র বক্ততা করেন। R Y