পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৮
কড়ি ও কোমল।

কি জানি সে শােনে যদি
 প্রাণটি আমার রবে না।
নামের খবর কে রাখে তার
 ডাকি তারে যা খুসি।
দুষ্ট, বল দস্যি বল
 পােড়ারমুখি রাক্ষুসী!
বাপ মায়ে যে নাম দিয়েছে
 বাপ মায়েরি থাক্‌সে।
ছিষ্টি খুঁজে মিষ্টি নামটি
 তুলে রাখুন্ বাক্সে!
এক জনেতে নাম রাখ্‌বে
 অন্নপ্রাশনে।
বিশ্ব সুদ্ধ সে নাম নেবে
 বিষম শাসন এ!
নিজের মনের মত সবাই
 করুক নামকরণ।
বাবা ডাকুন্‌ “চন্দ্রকুমার”
 খুড়াে “রামচরণ”!