পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১৩৩

দামু চামু দেখা দিয়েছেন
 ভয় নেইক আর।
   (ওরে দামু, ওরে চামু!)
নাই বটে গােতম অত্রি
 যে যার গেছে স’রে,
হিঁদু দামু চামু এলেন
 কাগজ হাতে করে!
   (আহা দামু আহা চামু!)
লিখ্‌চে দোঁহে হিন্দুশাস্ত্র
 এডিটোরিয়াল,
দামু বল্‌চে মিথ্যে কথা
 চামু দিচ্চে গাল।
   (হায় দামু হায় চামু!)
এমন হিঁদু মিল্‌বে নারে
 সকল হিঁদুর সেরা,
 বােস্‌ বংশ আর্য্যবংশ
 সেই বংশের এঁরা।
   (বােস্ দামু বােস্‌ চামু!)

১২