পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পত্র।
১৩৫

দাপে কাঁপে থরথর
 হিঁদুয়ানির খোঁটা!
   (আমার হিঁদু দামু চামু!)
দামু চামু কেঁদে আকুল
 কোথায় হিঁদুয়ানি!
ট্যাকে আছে, গোঁজ’ যেথায়
 শিকি দুয়ানি।
   (থােলের মধ্যে হিন্দুয়ানি!)
দামু চামু ফুলে উঠ্‌ল
 হিঁদুয়ানি বেচে,
হামাগুড়ি ছেড়ে এখন
 বেড়ায় নেচে নেচে!
   (বেটের বাছা দামু চামু!)
আদর পেয়ে নাদুস্ নুদুস্‌
 আহার করচে ক’সে,
তরিবৎটা শিখ্‌লেনাক
 বাপের শিক্ষা দেবে।!
   (ওরে দামু চামু!)