পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৬
কড়ি ও কোমল।

এস বাপু, কানটি নিয়ে,
 শিখ্‌রে সদাচার,
কানের যদি অভাব থাকে
 তবেই নাচার!
   (হায় দামু হায় চামু!)
পড়াশুনাে কর, ছাড়’
 শাস্ত্র আষাঢ়ে,
মেজে ঘােষে তােল্‌রে বাপু
 স্বভাব চাষাড়ে।
   (ও দামু ও চামু।)
ভদ্রলােকের মান রেখে চল্
 ভদ্র বলবে তােকে,
মুখ ছুটোলে কুলশীলটা
 জেনে ফেল্‌বে লােকে!
   (হায় দামু হায় চামু!)
পয়সা চাও ত পয়সা দেব
 থাক সাধু পথে,