পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

পত্র।

শ্রীমতী ইন্দিরা। প্রাণাধিকাসু।
    নাসিক।


চারিদিকে তর্ক উঠে সাঙ্গ নাহি হয়,
 কথায় কথায় বাড়ে কথা !
সংশয়ের উপরেতে চাপিছে সংশয়
 কেবলি বাড়িছে ব্যাকুলতা!
ফেনার উপরে ফেনা, ঢেউ পরে ঢেউ,
 গরজনে বধির শ্রবণ,
তীর কোন্ দিকে আছে নাহি জানে কেউ
 হা হা করে আকুল পবন।

এই কল্লোলের মাঝে নিয়ে এস কে
 পরিপূর্ণ একটি জীবন,
নীরবে মিটিয়া যাবে সকল সন্দেহ,
 থেমে যাবে সহস্র বচন।