পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬০
কড়ি ও কোমল।

মাথার পরে ছায়া পড়েছে
খোদ পড়েছে কোলে,
পায়ের কাছে এক‍্টি লতা
বাতাস পেয়ে দোলে?
মাঠের থেকে বাছুর আসে
দেখে নতুন লোক,
ঘাড় বেঁকিয়ে চেয়ে থাকে
ড্যাবা ড্যাবা চোক।
কাঠবিড়ালী উসুখুসু।
আশে পাশে ছোটে,
শব্দ পেলে লেজটি তুলে
চম‍্ক খেয়ে ওঠে।
মেয়েটি তাই চেয়ে দেখে
কত যে সাধ যায়,
কোমল গায়ে হাত বুলায়ে
চুমো খেতে চায়!