পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

আশীর্ব্বাদ।

 ইহাদের কর আশীর্ব্বাদ।
ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণ গুলি,
 নন্দনের এনেছে সম্বাদ,
 ইহাদের কর আশীর্ব্বাদ।

 ছোট ছোট হাসি মুখ
 জানে না ধরার দুখ,
 হেসে আসে তােমাদের দ্বারে
 নবীন নয়ন তুলি
 কৌতুকেতে দুলি দুলি
 চেয়ে চেয়ে দেখে চারিধারে।
 সােনার রবির আলাে
 কত তার লাগে ভালাে,
 ভাল লাগে মায়ের বদন।
 হেথায় এসেছে ভূলি,
 ধুলিরে জানে না ধুলি,
 সবই তার আপনার ধন।