পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
আশীর্ব্বাদ।
১৬৯

এই হাসিমুখগুলি
হাসি পাছে যায় ভুলি,
পাছে ঘেরে আঁধার প্রমাদ!
উহাদের কাছে ডেকে
বুকে রেখে, কোকে রেখে
তােমরা কর গাে আশীর্ব্বাদ।
বল, “সুখে যাও চোলে
ভবের তরঙ্গ দলে,
স্বর্গ হতে আসু বাতাস,—
সুখ দুঃখ কোরো হেলা
সে কেবল ঢেউ-খেলা
নাচিকে তােদের চারিপাশ।”

১৫