পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৫২
কড়ি ও কোমল।

 মিছে কথা কয়ে মিছে যশ লয়ে
  মিছে কাযে নিশি যাপনা!
 কে জাগিবে আজ, কে করিবে কাজ,
 কে ঘুচাতে চাহে জননীর লাজ,
 কাতরে কাঁদিবে, মায়ের পায়ে দিবে
  সকল প্রাণের কামনা।
এ কি  শুধু হাসি খেলা, প্রমােদের মেলা,
  শুধু মিছে কথা, ছলনা!
আমায় বােলাে না গাহিতে বােলাে না!