পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২২
কড়ি ও কোমল।

দুই দণ্ড চাহিয়া
   আবার চলে যেতে,
মুখখানি লুকাতে
   উষার আঁচলেতে।
পুরবের একান্তে
   এক্‌টু দিয়ে দেখা,
কি ভাবিয়া তখনি
   ফিরিতে একা একা।
আজ তুমি দেখেছ
   চাঁদের কেহ নাই,
স্নেহময়ি, আপনি
   এসেছ তুমি তাই!
দেহখানি মিলায়
   মিলায় বুঝি তার!
হাসিটুকু রহে না
   রহে না বুঝি আর!
দুই দণ্ড পরে ত
   রবে না কিছু হায়!